পদ্মা সেতুতে তৃতীয় স্প্যান বসবে আজ, এ জন্য তৃতীয় স্প্যানটিকে ৩৯ ও ৪০ নম্বর পিলারের কাছে নিয়ে রাখা হয়েছে।পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (মূল সেতু) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
হুমায়ুন কবির শনিবার (১০ মার্চ) বলেন, “সবকিছু ঠিক থাকলে রবিবার সকাল ৮টার দিকে ৩৯ ও ৪০ নম্বর পিলারে বসানো হবে পদ্মা সেতুর তৃতীয় স্প্যানটি।পদ্মা সেতুর প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার এবং ওজন তিন হাজার ১৪০ টন।
মোট ৪২টি পিলারের উপর স্প্যান বসবে ৪১টি। চীন থেকে মাওয়া প্রান্তের কন্সট্রাকশন ইয়ার্ডে এরই মধ্যে ১৩টি স্প্যান আনা হয়েছে। তিনটি স্প্যান বসানো হলে বাকি থাকবে আরও ১০টি স্প্যান।
এর আগে আরো দুটি স্প্যান বসানোর হয়,প্রথম দুটি স্প্যান বসানোর পর সেতুর ৩০০ মিটার দৃশ্যমান হয়েছে। তৃতীয় স্প্যানটি বসলে সেতুর ৪৫০ মিটার দৃশ্যমান হবে