এবারের মা দিবস উপলক্ষ্যে আগামী ১২ই মে, ২০১৯ তারিখে রঙিন আকাশ আয়োজিন করতে যাচ্ছে “আমার মা’ Online Photography Contest”. এই অনলাইন ফটোগ্রাফি প্রতিযোগিতাটি ফেসবুক এবং ওয়েবসাইটের মাধ্যমে হবে।
••বিষয়•• ”মা”
পুরস্কার:
চূড়ান্ত নির্বাচিত সকলেই পাবে #ছবির_ফ্রেম, #টি_শার্ট ও সার্টিফিকেট।
«ছবি জমা শুরুর তারিখ
২৫শে মার্চ ২০১৯
«ছবি জমা দেওয়ার শেষ তারিখ
২৫ ই এপ্রিল ২০১৯
«নির্বাচিত ছবির নামের তালিকা প্রকাশ
২৮ শে এপ্রিল ২০১৯
«নির্বাচিতদের_জন্য_ছবির_রেজিস্ট্রেশন_ফি»
প্রতি ছবি ৬১৫/- টাকা।
৩০ই এপ্রিল থেকে ১০ই মে।
চূড়ান্তদের ছবি সহ তালিকা প্রকাশঃ
১১ মে ২০১৯
চুড়ান্ত নির্বাচিতদের ছবি কুরিয়ারে পৌছে যাবে যার যার ঠিকানায় (কুরিয়ারের বাড়তি ফি নেই)
«ছবি_পাঠানোর_ই-মেইলঃ
[email protected]
«««নিয়মাবলী»»»
-১৩ থেকে সর্বোচ্চ ২৬ বছরের যে কেউ ছবি দিতে পারবে।
-স্মার্ট ফোন বা ডি.এস.এল.আর ক্যামেরা যেকোন ছবিই গ্রহনযোগ্য।
-একজন সর্বোচ্চ দুইটি ছবি জমা দিতে পারবে
– ক্যাপশন ব্যতীত ছবি বাতিল বলে গণ্য হবে।
– ছবির রেজুলেশন অবশ্যই ভালো হতে হবে।
-প্রতিযোগী অবশ্যই ছবির সাথে তার পূর্ণ নাম, ঠিকানা, শ্রেণি, শিক্ষা-প্রতিষ্ঠানের নাম, মোবাইল নং ও ফেসবুক লিংক ই-মেইলে দিয়ে দিবে
-ছবি অবশ্যই প্রতিযোগীর নিজের তোলা হতে হবে।
-তোমার কুরিয়ারের সম্পূর্ণ ঠিকানা দিতে হবে।
– বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে বিচারকের রায়ই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
-কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোন সিদ্ধান্ত বা অনুষ্ঠান বাতিল করার ক্ষমতা রাখে।
≫ অনলাইন ফটোগ্রাফি এক্সহিবিশন, এই এক্সহিবিশন টি অনলাইনে হবে।
ফেসবুক,ওয়েবসাইটের মাধ্যমে।
আয়োজনে: রঙিন আকাশ
ইভেন্ট পার্টনার: বাঘমামা
মিডিয়া পার্টনার : চ্যানেল আগামী
FOR INFO: 01777117537