Saturday, August 9, 2025
26.7 C
Dhaka

মহাসড়কে চালকদের জন্য বিশ্রামাগার তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

দুর্ঘটনা এড়াতে মহাসড়কের পাশে বাস এবং ট্রাকচালকদের জন্য বিশ্রামাগার তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার শেরেবাংলা নগরে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে সংশ্নিষ্টদের প্রতি এ নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দূরপাল্লার বাস ও ট্রাকচালকরা কিছু দূর পর পর যাতে বিশ্রাম নিতে পারেন, সেজন্য বিশ্রামাগার নির্মাণ করতে হবে। এটি হলে কিছু সময়ের জন্য চালকরা বিশ্রাম নিতে পারবে। তাদের মন প্রফুল্ল থাকবে। এ প্রসঙ্গে তিনি জানান, পাশের দেশ ভারতসহ অন্যান্য দেশে বিশ্রামাগারের ব্যবস্থা রয়েছে। আমাদের দেশে এটা এখনও চালু হয়নি। নির্দিষ্ট দূরত্বে এসব বিশ্রামাগার নির্মাণের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

একনেক বৈঠকে আঞ্চলিক সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার লক্ষ্যে জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়ক চার লেনে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দক্ষিণ এশীয় সড়ক সংযোগের (সাসেক) আওতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। জয়দেবপুর হতে এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার ২ লেনের সড়ককে চার লেন করতে ২০১৩ সালে একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। তখন ব্যয় ছিল ২ হাজার ৭৮৮ কোটি ৪৫ লাখ টাকা। পরবর্তীকালে ব্যয় বাড়িয়ে করা হয় ৩ হাজার ৩৬৪ কোটি ৭৪ লাখ টাকা। বর্তমানে দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৯৯৭ কোটি ৪৯ লাখ টাকা। মেয়াদ বাড়ানো হয় ২০২০ সালের জুন পর্যন্ত।

এদিকে বৈঠকে খুলনা-দর্শনার বিদ্যমান ১২৬ কিলোমিটার রেললাইনকে ডাবল লেনে উন্নীত করার প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বর্তমানে এ রুটে সিঙ্গেল লাইনের কারণে দুটি ট্রেন চলাচলে দীর্ঘ সময় লাগে। ডাবল লাইন নির্মাণ সম্পন্ন হলে যাত্রীর দুর্ভোগ কমবে, সময় বাঁচবে। ভারত সরকারের প্রতিশ্রুত দ্বিতীয় লাইন অব ক্রেডিটের অর্থায়নে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এতে মোট খরচ হবে ৩ হাজার ৮০১ কোটি টাকা। এর মধ্যে ২ হাজার ৮৫২ কোটি টাকা আসবে ভারত থেকে। বাকি ৮২১ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে। মঙ্গলবারের বৈঠকে মোট ১৩টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের ব্রিফ করেন।

বৈঠকে ঢাকার সাভারে জাতীয় জিন ব্যাংক স্থাপন শিরোনামে আলাদা একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে খরচ হবে ৪৬০ কোটি টাকা। সরকারের নিজস্ব তহবিল থেকে এ অর্থ জোগান দেওয়া হবে। আগামী ২০২১ সালের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে। পরিকল্পনামন্ত্রী জানান, জিন ব্যাংক তৈরির ক্ষেত্রে ১২ থেকে ১৬ তলা ভবন তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, জমি সাশ্রয় করতে অনেক ভবন না করে উপরের দিকে বাড়াতে হবে।

বৈঠকে সাসেক সড়ক সংযোগ দ্বিতীয় সংশোধনী প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ১৩ হাজার ২৮৮ কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ৭ হাজার ৪৯ কোটি টাকা। বৈদেশিক সহায়তা থেকে ৬ হাজার ১৯৭ কোটি টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ৪২ কোটি টাকা ব্যয় করা হবে।

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা স্থগিত করল ভারত, শুল্কের জবাব?

যুক্তরাষ্ট্র থেকে নতুন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা আপাতত...

দ্বিতীয় অধ্যায় শুরু করল অন্তর্বর্তী সরকার, প্রধান লক্ষ্য সুষ্ঠু নির্বাচন: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হলো আজ বৃহস্পতিবার। সরকারের...

অক্ষয়-প্রিয়াংকা প্রেম, টুইঙ্কেল ছাড়লেন বাড়ি?

বলিউডের জনপ্রিয় পরিচালক সুনীল দর্শন বহু বছর পর অভিনেতা...

দেশজুড়ে বজ্রবৃষ্টির শঙ্কা, কিছু এলাকায় ভারি বর্ষণের সতর্কতা

সারা দেশে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, কোথাও কোথাও ভারি...

আজ মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা, প্রথম চ্যালেঞ্জ লাওস

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে আজ (মঙ্গলবার) নিজেদের...

গাজায় আরও ৮৩ ফিলিস্তিনি নিহত, শিশু–বৃদ্ধদের মধ্যে দুর্ভিক্ষ ভয়াবহ আকারে

গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর টানা হামলায় আরও ৮৩ ফিলিস্তিনি...

‘মাত্র এক ঘণ্টায় ইসরাইলের নিরাপত্তা ধ্বংস করা সম্ভব’ — হিজবুল্লাহর হুঁশিয়ারি

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম হুঁশিয়ারি...

উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা: পানিতে ভেসে গেলেন ভারতের ১১ সেনা, নিখোঁজ ১৫০ জনের বেশি

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে টানা ভারী বর্ষণের পর ঘটা আকস্মিক...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img