অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হলো আজ বৃহস্পতিবার। সরকারের মূল অগ্রাধিকার এখন জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া—এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৈঠকের সূচনায় বলেন, “৫ আগস্ট প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু হলো।” তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে রমজান শুরু হওয়ার আগেই নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে।
বাণিজ্য ও সংস্কৃতিতে অবদান রাখা উপদেষ্টাদের অভিনন্দন
বৈঠকে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক হ্রাসে কার্যকর ভূমিকার জন্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী সফল সাংস্কৃতিক আয়োজনের জন্য সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে অভিনন্দন জানানো হয়।
উন্নয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত অগ্রগতি
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত এক বছরে উপদেষ্টা পরিষদ ৩১৫টি সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে ২৪৭টি বাস্তবায়িত হয়েছে—যার হার ৭৮.৪১%। এটি স্বাধীনতা-পরবর্তী সময়ের যেকোনো সরকারের তুলনায় একটি রেকর্ড বলে দাবি করা হয়।
১১টি সংস্কার কমিশনের ১২১টি সুপারিশের মধ্যে ১৬টি ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে, ৮৫টি প্রক্রিয়াধীন, ১০টি আংশিক বাস্তবায়ন হয়েছে এবং বাকি ১০টি নিয়ে এখনো আলোচনা চলছে।
মেহেরীন চৌধুরীর নামে পুরস্কার ও বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন
উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মেহেরীন চৌধুরীর নামে একটি পুরস্কার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এই পুরস্কার বাস্তবায়ন করবে।
এছাড়া গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে “ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ” রাখা হয়েছে।
শহীদ পরিবারের জন্য আর্থিক সহায়তার নীতিমালা
জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ক্ষেত্রে স্বচ্ছতা আনতে একটি নির্দিষ্ট বিধি প্রণয়নের প্রক্রিয়া চলছে। এতে শহীদের স্ত্রী, বাবা-মা কে কী পরিমাণ সহায়তা পাবেন, তা নির্ধারিত থাকবে।