আগামী ডেস্ক
তরুণদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) এর ঢাকা হেরিটেজ চ্যাপ্টারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তরুণ উদ্যোক্তা আসিফ আহনাফ। তিনি ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের একজন প্রতিষ্ঠাতা পরিচালক এবং “ব্রেকবাইট” এর প্রধান নির্বাহী।
৫ই অক্টোবর শুক্রবার রাজধানীর বনানী ক্লাবে সংগঠনের সাধারণ সদস্যদের ভোটে তিনি ২০১৯ সালের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন। এছাড়াও নব গঠিত কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ঝুমনা মল্লিক ঝুমি ও মোঃ রিফাত চৌধুরী, আইন উপদেষ্টা মোঃ ফরহাদ খান, সাধারণ সম্পাদক আদনান আহমেদ, কোষাধ্যক্ষ ফরহাদ হোসাইন, এবং পরিচালক হিসেবে সজিবর রহমান খান এবং মর্তুজা আহমেদ দায়িত্ব নিয়েছেন। এ সময় জেসিআই বাংলাদেশের সভাপতি ফাইয়াজ আতিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মীর শাহেদ আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।