কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও তাদের প্রতি সহানুভূতিশীল শিক্ষকদের ওপর হামলার ঘটনা ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে অন্য কেউ করতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘ছাত্রলীগের এখন কোনো কমিটি নেই। ছাত্রলীগের কনফারেন্সের পর এখনো নতুন কমিটি ঘোষিত হয়নি। ছাত্রলীগের নামে এখন কেউ কিছু করেছে কিনা, ছাত্রলীগ করা ছাত্রলীগের নামে কেউ কিছু করেছে কিনা এটা আমাকে জেনে বলতে হবে।
‘আর এখানে নানান তাদের মধ্যেও নানান ধরনের বিষয় এখানে আছে। এখন ছাত্রলীগ নামধারী আছে কিনা এটা আমাদেরকে বিষয়টা পরিষ্কার হতে হবে।
রোববার আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ঢাকায় উপস্থিত সম্পাদকমণ্ডলী এবং কার্যনির্বাহী সংসদের সদস্যদের নিয়ে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের