গতকাল ২৫শে মার্চ চট্টগ্রামের বিভাগীয় অনার্স সমমান কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত বৃহৎ স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিক ছাত্র সংগঠন সিটিজি ইয়ং স্টার সোসাইটি নানা উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ১ম বর্ষপূর্তি উদযাপন করে। চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা জয়নুল আবেদীন কায়সারের সভাপতিত্বে ও সদস্য এমদাদ হোসেন এবং সামিয়া আরেফিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম ফুটবল রেফারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিরন,বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আমিনুল হক বাবু ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম।
এসময় বক্তারা সমাজসেবায় গঠনমূলক কর্মকান্ডে ছাত্রদের অগ্রণী ভূমিকা পালন করতে উৎসাহ দেন এবং সমাজের সেবায় নিয়োজিত সিটিজি ইয়ং স্টার সোসাইটির সদস্যবৃন্দেরও ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে সংগঠনের পক্ষে শুভেচ্ছা বক্তব্য ও শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখেন উক্ত সংগঠনের প্রধান সমন্বয়ক নেওয়াজ শরীফ,আজিজ আরেফিন এবং ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শাহরিয়ার তানিম,সায়মা বিল্লাহ,আসমা বিনতে আজম ও শান্তা ইয়াছমিন ছায়া সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অন্যান্য স্বেচ্ছাসেবী ও সমাজসেবামূলক ২০টি সংগঠন হতে আগত নেতৃবৃন্দকে ক্রেস্ট প্রদান করা হয়।