Wednesday, July 9, 2025
25 C
Dhaka

২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টিতে জলাবদ্ধ ফেনী, ভোগান্তিতে জনজীবন

ফেনীতে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার সর্বোচ্চ ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস, যা চলতি মৌসুমে দেশের মধ্যে সর্বোচ্চ এবং জেলারও সর্বোচ্চ বৃষ্টিপাত হিসেবে বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল থেকে শহরের বেশির ভাগ সড়ক পানির নিচে তলিয়ে যায়। বিশেষ করে ডাক্তারপাড়া, শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস এলাকা, রামপুর, পাঠানবাড়ি, একাডেমি, নাজির রোড, হাসপাতাল মোড় ও পেট্রোবাংলাসহ নানা এলাকায় কোমর থেকে হাঁটুসমান পানিতে চলাচল করতে হয়েছে স্থানীয় বাসিন্দাদের।

শহরের বিভিন্ন বাসাবাড়ির নিচতলায় পানি ঢুকে গেছে। ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হয়ে গেছে অনেকের। অনেকেই পরিবারসহ অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। জলাবদ্ধতার কারণে ফেনীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়েছে।

বাসিন্দাদের অভিযোগ:
শহরের ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থার জন্য তারা কর্তৃপক্ষকে দায়ী করছেন। স্থানীয়দের ভাষ্য, শহরের বেশির ভাগ খাল দখল করে গড়ে তোলা হয়েছে মার্কেট ও স্থাপনা। পিটিআই খাল, খাজা আহমদ লেক, পাগলিরছড়া খালসহ গুরুত্বপূর্ণ পানি নিষ্কাশন পথগুলো দখল হয়ে থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। ড্রেনগুলো খালে সংযুক্ত না থাকায় পানি আটকে থাকে সড়ক ও বাড়িঘরে।

একাধিক বাসিন্দা জানিয়েছেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও দখলকারীরা পুনরায় অবকাঠামো নির্মাণ করে। তাই তারা স্থায়ীভাবে খালগুলো দখলমুক্ত করে পানি প্রবাহ নিশ্চিত করার দাবি জানান।

শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানেও প্রভাব:
শহরের ডানহাম গলির বাসিন্দা রওশন আরা বলেন, ‘‘নিচতলার ঘর পানিতে তলিয়ে গেছে, সব জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। বাধ্য হয়ে এক আত্মীয়ের বাসায় যাচ্ছি।’’
দাগনভূঞা একাডেমির শিক্ষক গাজী ছালাহ উদ্দিন জানান, স্কুলমাঠে পানি জমে যাওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়েছে।

প্রশাসনের অবস্থান:
ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, ৭ জুলাই দুপুর ১২টা থেকে ৮ জুলাই দুপুর ১২টা পর্যন্ত ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম জানিয়েছেন, মুহুরী নদীর পানি এখনো বিপদসীমার নিচে রয়েছে, তবে উজানে বৃষ্টিপাত বাড়লে পরিস্থিতির অবনতি হতে পারে। ভাঙন রোধে সতর্ক অবস্থানে রয়েছে পাউবো।

পৌরসভার বক্তব্য:
ফেনী পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, ‘‘ড্রেনেজ ব্যবস্থার অপ্রতুলতার কারণে এ জলাবদ্ধতা হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হলেও পুনরায় নির্মাণ করা হয়। দ্রুত আবারো অভিযান চালানো হবে। ৮টি দল পানি সরাতে কাজ করছে এবং নিজেও মাঠে রয়েছি।’’

জেলা অন্যান্য এলাকার পরিস্থিতি:
ফুলগাজীর শ্রীপুর রোডে মুহুরী নদীর বাঁধ ভেঙে পড়েছে কিছু দোকান। দাগনভূঞা, সোনাগাজী ও পরশুরাম উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও নদীভাঙনের খবর পাওয়া গেছে।

শহরবাসীর দাবি, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও দখলমুক্ত খাল ছাড়া ফেনীর জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব নয়। তাদের আশা, কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে কারিগরি সহায়তার আশ্বাস তুরস্কের

বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের বিকাশে সম্ভাব্য কারিগরি ও কৌশলগত সহায়তার...

সর্বশেষ দুই বছরে ওয়ানডেতে সবচেয়ে কিপটে পেসার তাসকিন

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ সাম্প্রতিক সময়ের ওয়ানডে ক্রিকেটে নিজের...

নোয়াখালীতে ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত

উপকূলীয় জেলা নোয়াখালীর চারটি উপজেলায় টানা বৃষ্টি ও জলাবদ্ধতার...

গণঅভ্যুত্থান দিবস পালনে সাতক্ষীরায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গণঅভ্যুত্থান দিবসসমূহ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সাতক্ষীরা জেলা বাস্তবায়ন...

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, টেক্সটাইল খাতে লাভবান ভারত

বাংলাদেশসহ ১৪টি দেশের ওপর নতুন করে আমদানি শুল্ক আরোপ...

ইসরায়েল যুদ্ধবিরতি অস্বীকার, ইরান পূর্ণ প্রস্তুতিতে

আবারও মধ্যপ্রাচ্যে যুদ্ধে জড়ানোর চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। এ সংঘাতে...

তামিম–মুশফিকদের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন সাকিব

একসময় বাংলাদেশের ক্রিকেটে এক অটুট ত্রয়ীর নাম ছিল তামিম...

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হলে শুল্ক কমার আশা অর্থ উপদেষ্টার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যসংক্রান্ত আলোচনার পর বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img