মো: হামজার রহমান শামীম:
বাংলাদেশ স্কাউটস এর ব্যবস্থাপনায় ও বাংলাদেশ স্কাউটস, মযমনসিংহ অঞ্চলের পরিচালনায় ২৬-২৮ এপ্রিল ২০১৮ তারিখে ১ম আঞ্চলিক মাল্টিপারপাস ওয়ার্কশপ-২০১৮ আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মুক্তাগাছা, ময়মনসিংহে অনুষ্ঠিত। ওয়ার্কশপে জামালপুর, শেরপুর, নেত্রকোণা ও ময়মনসিংহের ৪০ জন স্কাউটার ও ১০ জন ওয়ার্কশপ পরিচালক অংশগ্রহণ করেন। ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের ৪টি গ্রুপে ভাগ করা হয়। গ্রুপগুলো হচ্ছে বিরিশিরি, গজনী, গারো পাহাড় এবং পুরাতন ব্রক্ষপুত্র।
ওয়ার্কশপে উদ্বোধনী অনুষ্ঠান ২৭ এপ্রিল ২০১৮ তারিখে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চলের সভাপতি ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. হাসান কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ও জাতীয় উপ কমিশনার মো: রেজাউল করিম, স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চলের কমিশনার ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ময়মনসিংহ এর উপ পরিচালক মো: আক্তারুজ্জামান, কোষাধ্যক্ষ মো: আশরাফুল ইসলাম, ওয়ার্কশপ পরিচালক এ জেড এম আব্দুল কাদের, আঞ্চলিক উপ কমিশনার মো: আনোয়ার হোসেন, যুগ্ন সম্পাদক মোহাম্মদ আবদুছ ছালাম, পরিচালক(সংগঠন) মো: শামসুল হক, উপ পরিচালক স্বপন কুমার দাস, সহকারী পরিচালক মো: হামজার রহমান শামীম।
কোরআন থেকে তেলওয়াত, গীতা পাঠ ও ব্যক্তিগত পরিচতির পর স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চলের সম্মানীত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আকন্দ, শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চলের কমিশনার ও ময়মনসিংহ অঞ্চলের উপ পরিচালক মো: আক্তারুজ্জামন, ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চলের উপ পরিচালক জনাব স্বপন কুমার দাস। প্রধান অতিথি বক্তব্যে বলেন- স্কাউটিং নীতি নৈতিকতা শিক্ষা দেয়। নেতৃত্বের বিকাশ ঘটায়। বর্তমান সমাজ ব্যবস্থায় অধিক হারে ছেলেমেয়েদের স্কাউটিং এ অন্তর্ভূক্ত করতে হবে।
কোর্সের উদ্দেশ্য বর্ননা করার পর গত বছরের অর্থাৎ ২০১৭-১৮ সালের বাস্তবায়িত কার্যক্রমের তথ্য জেলাভিত্তিক উপস্থাপন করা হয়।সেশন পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চলের এর উপ পরিচালক জনাব স্বপন কুমার দাস। শাপলা কাব, পিএস, সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড প্রাপ্তির তথ্য উপস্থাপন করেন প্রবীন স্কাউটার মো: কুতুব উদ্দিন। গার্ল ইন স্কাউটিং এর উপর সেশন পরিচালনা করেন মোহাম্মদ আবদুছ ছালাম। স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে আলোচনা করেন স্কাউটার মো: হামজার রহমান শামীম। সাংগঠনিক বিষয়ে নিয়ে আলোচনা করেন বাংলাদেশ স্কাউটস এর পরিচালক(সংগঠন) স্কাউটার মো: শামসুল হক।