আজ ২৬ই রমজান ১২ই জুন ২০১৮ রোজ মঙ্গলবার সুবিধা বঞ্চিত অসহায় শিশুদের মাঝে ময়মনসিংহ জেলা এনসিটিএফ কমিটি ঈদ বস্ত্র বিতরন করে ।আজ বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ শিশু একাডেমী ময়মনসিংহ প্রাঙ্গনে প্রায় শতাধিক সুবিধা বঞ্চিত অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরন করা হয়।
অনুষ্টানের শুরুতে বাংলাদেশ শিশু একাডেমি,ময়মনসিংহ এর শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মেহেদি জামান উনার সূচনা বক্তব্য এর মাধ্যমে অনুষ্টান শুরু করেন।
উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেছিলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মহোদয় রাষ্ট্রিয় কাজের জন্য উপস্থিত হতে পারেন নি।য়মনসিংহ জেলার পুলিশ সুপার মহোদয় এর পক্ষ থেকে এস আই ফারুক হোসেন স্যার উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন, এনসিটিএফ,ময়মনসিংহের কার্যনির্বাহী সদস বৃন্দ ও উপদেষ্টা সামস আল জাফির,মেহেদী হাসান,পপি আক্তার,জেলা ভলান্টিয়ার-বিজয় রায়, জেলা ভলান্টিয়ার-রিফাত আক্তার,সাধারন সদস্য ফাতেমা আক্তার প্রমূক্ষ।
ঈদে সবাই নতুন জামা কাপড় কিনতে পারলেও ছিন্নমূল ও অসহায় দুস্থদের ভাগ্যে নতুন জামা-কাপড় জুটে না। তাই তাদের মাঝে নতুন কাপড় তুলে দিতে এনসিটিএফ ময়মনসিংহ এগিয়ে এসেছে।
সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরন করে। এদিকে, ঈদের নতুন জামা পেয়ে খুশি আর আনন্দে মেতে উঠে সুবিধা বঞ্চিত অসহায় শিশুরা।