শুভ জন্মদিন আ.জ.ম নাছির উদ্দীন। এ দিনে জননেতা আ.জ.ম নাছির উদ্দীন এর প্রতি অনলাইন নিউজ পোর্টাল চ্যানেল আগামী পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আ.জ.ম নাছির উদ্দীন এর পিতা মরহুম সৈয়দ মঈনুদ্দিন হোসাইন (বিশিষ্ঠ শিক্ষানুরাগি ও দানবীর), দাদা মরহুম হাফেজ মৌলভী মোহাম্মদ শামসুদ্দিন; ঐতিহ্যবাহী আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের অবৈতনিক পেশ ইমাম ও খতিব ছিলেন। বড় দাদা মরহুম মওলানা মোহাম্মদ হোসাইন; ভারতের দেওবন্দ মাদ্রাসা থেকে হাদিস শরীফের উপর মোহাদ্দেস ডিগ্রীধারি ছিলেন। তিনি চট্টগ্রামের প্রথম উচ্চ ডিগ্রীধারি মোহাদ্দেস ও তৎকালীন সরকারি ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ (বর্তমানে চট্টগ্রাম সরকারি মহসিন কলেজ) এর অধ্যক্ষ ছিলেন। মাতা ফাতেমা জোহরা বেগম; চট্টগ্রামের রাউজান উপজেলার ইয়াসিন নগরের হলদিয়ার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মরহুম আলহাজ্ব বদিউল আলম ও আছিয়া খাতুনের বড় মেয়ে। পিতৃ বিয়োগের পর সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুদায়িত্ব পালন করেন। ধার্মিক এই মা জননীর সন্তান হিসেবে আ.জ.ম নাছির উদ্দীন গর্বিত।
আবু জাফর মোহাম্মদ নাছির উদ্দিন (যিনি আ জ ম নাছির উদ্দিন নামেই সর্বাধিক পরিচিত) বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনৈতিক নেতা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি। এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে নিয়োজিত রয়েছেন।
প্রাথমিক জীবন:
নাসির উদ্দিনের জন্ম চট্টগ্রামে। তার বাবা সৈয়দ মঈনুদ্দিন হোসাইন ছিলেন একজন শিক্ষানুরাগি এবং মা ফাতেমা জোহরা বেগম। তিনি ১৯৭৩ সালে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং পরবর্তীতে চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি পাস করেন।
রাজনৈতিক কর্মজীবন:
নাছির উদ্দীন বিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় কর্মকাণ্ডে জড়িত হন। বিদ্যালয় শিক্ষার্থী হিসেবে যোগ দেন উনসত্তরের গণ অভ্যুত্থানের মিছিলে। আশির দশকের শুরুতে নাছির উদ্দিন রাজনীতিতে সক্রিয় হন। ১৯৭৭ সালে, তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি এবং একই সাথে নগর ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে পর্যায়ক্রমে ১৯৮০ এবং ১৯৮২ সালে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করেন তিনি। ১৯৮৩ এবং ১৯৮৫ সালে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে নিযুক্ত হন। নাছির উদ্দিন পর পর দুইবার নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। নভেম্বর ২০১৩ সালে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন।
ক্রীড়া কর্মজীবন:
দীর্ঘকালীন ক্রীড়া সম্পৃক্ততার কারণে ক্রীড়া বিনোদনের মাধ্যমেই নাছির উদ্দিন পরিচিতি লাভ করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি এবং পরবর্তীতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে তিনি নানাভাবে সম্পৃক্ত।
নাছির উদ্দিন (চ্যানেল আগামী)