আনিস মিয়া
ময়মনসিংহ
শিশুদের হাসিতে হাসবে দেশ, স্বপ্ন দেখবে বাংলাদেশ।
অসহায় শিশুদের স্বপ্ন পূরন করতেই কাজ করছে একটি সেচ্ছাসেবী সংগঠন। যাদের কাজ অসহায় পথ শিশুদের পাশে পাড়ানো। ওদের মূখে হাসি ফুটানো। এক ঝাক মেধাবী তারুণ্যের নিরলস কঠিন পরিশ্রম আর প্রচেষ্টায় গড়ে উঠেছে স্বপ্ন ফাউডেশন নামে একটি সেচ্ছাসেবী প্রতিষ্ঠান। যাদের কাজ বিভিন্ন সময় অসহায় শিশুদের পাশে দাড়ানো। তাদের মুখে হাসি ফোটানো।সেই সাথে শিশু শিক্ষা নিশ্চিত, শিশু অধিকার শিক্ষা উপকরন বিতরণ সহ আরো বিভিন্ন কার্যক্রম অায়োজন করা হয়ে থাকে । যার ধারাবাহিকতায় আজ ১৯ এ ফেব্রয়ারি রোজ সোমরার, স্বপ্ন ফাউডেশন এর আয়োজনে ৩৫ নং আহাম্মদাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫০ জন অসহায় শিশুদের হাতে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন ৩৫ নং আহাম্মদাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আরো উপস্থিত ছিলেন স্বপ্ন ফাউডেশন এর সভাপতি জনাব উৎসব সিং সাগর, এবং স্বপ্ন ফাউডেশন এর ভলেন্টিয়ারবৃন্দ।
স্বপ্ন ফাউডেশন এর সভাপতি জনাব উৎসব সিং সাগর বলেন, আমরা শিশুদের স্বপ্ন দেখাতে চাই, শিশুরা স্বপ্ন দেখুক ওরা একদিন বড় হবে। আর এই বড় হওয়ার পেছনে কাজ করবে স্বপ্ন ফাউডেশন। আজ ৫০ জন অসহায় শিশুদের শিক্ষা উপকরন বিতরণ করা হলো যেন ওরা আরো ভালো ভাবে পড়াশোনা করতে পারে।
আমরা চেষ্টা করবো সামনে আরো ৫০ জন শিশুর হাতে এমনিভাবেই শিক্ষা উপকরণ পৌচ্ছে দিতে।
স্বপ্ন ফাউডেশন এমন হাজারো শিশুর পাশে দাড়াতে চায়।