রাশেদুল ইসলাম
“Together we can do better” নবনির্বাচিত রোটার্যাক্ট জেলা প্রতিনিধি (ডিআরআর) এর এই স্লোগানে অনুষ্ঠিত হয়ে গেলো রোটার্যাক্ট আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর অধীনস্থ চট্টগ্রাম জোনের ২০১৮-১৯ রোটাবর্ষের ২৬টি ক্লাবের কলার হ্যান্ডওভার ও টেকওভার প্রোগ্রাম।
গতকাল ১লা জুলাই রোটাবর্ষের প্রথম দিনেই রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর আয়োজনে চট্টগ্রাম বিভাগীয় শহরে জমিয়াতুল ফালাহ ফালাহ জামে মসজিদ হতে রোটাবর্ষ শুরুর অংশ হিসেবে এক বিশাল র্যালী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন ও রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর প্রথম মহিলা গভর্নর হিসেবে নির্বাচিত জেলা গভর্নর দিলনাশিঁ মোহসেনের নেতৃত্বে হওয়া র্যালীটি চট্টগ্রাম শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শিশু একাডেমী মিলনায়তনে নবনির্বাচিত রোটার্যাক্ট জেলা প্রতিনিধি (ডিআরআর) রোটার্যাক্টর নাফিজুল আলমের সভাপতিত্বে জোনাল কলার হ্যান্ডওভার টেকওভার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
জোনাল কলার হ্যান্ডওভার টেকওভার অনুষ্ঠানে চট্টগ্রাম জোনের রোটার্যাক্ট ক্লাব অব অপরূপা চিটাগাং, রোটার্যাক্ট ক্লাব অব আগ্রাবাদ, রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং, রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল, রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল টাউন, রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং সিটি, রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং সিটি সেন্ট্রাল, রোটার্যাক্ট ক্লাব অব কসমোপলিটান, রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং ডাউন টাউন, রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং ইস্ট, রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং গ্রীণ সিটি, রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং হিল টাউন, রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং লেক সিটি, রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং মিড টাউন, রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং পতেঙ্গা, রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি, রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং রিভার শাইন, রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং রোজ গার্ডেন, রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং সাগরিকা, রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং সাউথ, রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং সুগন্ধা, রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং ইউনিভার্সিটি, রোটার্যাক্ট ক্লাব অব গ্রেটার চিটাগাং, রোটার্যাক্ট ক্লাব অব ইসলামাবাদ, রোটার্যাক্ট ক্লাব অব মেট্রোপলিটন চিটাগাং, রোটার্যাক্ট ক্লাব অব রাঙ্গামাটি এর নবনির্বাচিত ক্লাব সভাপতিদের কলার পরিয়ে দেয়ার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচীর সমাপ্তি ঘটে।