মো: হামজার রহমান শামীম:
জামালপুর জেলার সদর উপজেলার রণরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব দলের আয়োজনে কাব হলিডে ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে দিনব্যাপী বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। হলিডেতে মোট ৫৬ জন কাব অংশগ্রহন করে। এর মধ্যে খলিসাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮জন কাব ছিল। অংশগ্রহনকারীদের ৯টি ষষ্ঠকে ভাগ করা হয়।
কাব হলিডে ক্যাম্পের পরিচালক হিসেবে ইউনিট লিডার স্কাউটার মো: আকরামুল হাসান ঠান্ডা, স্কাউটার মো: মইনুদ্দিন দায়িত্ব পালন করেন। হলিডেতে পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, জামালপুর জোনের সহকারী পরিচালক জনাব মোঃ হামজার রহমান শামীম এবং গ্রুপ সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহিদা পারভীন। আরো উপস্থিত ছিলেন অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ এবং গ্রুপের অন্যান্য শিক্ষকগণ। হলিডে উপলক্ষে কাবদের অংশগ্রহনে একটি র্যালী বের করা হয়।
২০ জন কাবকে দীক্ষা প্রদান করা হয়। দীক্ষা অনুষ্ঠানের পর বিচিত্রানুষ্ঠান আয়াজন করা হয়। স্কাউটের মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেন স্কাউটার মো: হামজার রহমান শামীম। কাব কার্ণিভালে ৬ টি স্টেশনে ৬ জন স্টেশন মাস্টার কাজ করেন। স্টেশনগুলো হলো বালতিতে বল নিক্ষেপ, চামি-মারবেল দৌড়, ফুৎকার, টার্গেট হীট, রিং ছোড়া, বাধা অতিক্রম, প্লেট থেকে বোতল পানি ঢালা এবং জানবো এবার জগৎ টাকে। কাবদের অংশগ্রহনে একটি কাব স্কাউট ওন আয়োজন করা হয়। স্কাউট ওনে বিদ্যালয়ের সকল শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। স্কাউট ওনের তাৎপর্য ব্যাখ্যা করেন সহকারী পরিচালক মো: হামজার রহমান শামীম।
কাব অভিযান পরিচালনা করেন স্কাউটার মইনুদ্দিন। বনকলা পরিচালনা করেন স্কাউটার আকরামুল হাসান । সেখানে স্কাউট বনকলার মাধ্যমে স্কাউটরা সংগ্রহিত গাছপালার গ্রুনাগুন সর্ম্পকে আলোচনা করে। কাবদের প্রাথমিক প্রতিবিধান শেখানো হয়। রতœ কুরাও খেলাটিও কাব স্কাউটরা খেলে। বিকেলে তাঁবু জলসা অনুষ্ঠিত হয়। তাঁবু জলসায় পাচঁটি উপদল মোট পাচঁটি আইটেম উপস্থাপন করে।
সমাপনী অনুষ্ঠানে গ্রুপ সভাপতি শাহিদা পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর সহকারী পরিচালক স্কাউটার মো: হামজার রহমান শামীম। আরো বক্তব্য রাখেন স্থানীয় অভিভাবকগণ। অংশগ্রহনকারীদের পক্ষে ২ জন মতামত ব্যক্ত করেন। তারা বলেন যে, কাব হলিডে মাঝে মাঝে হওয়া দরকার। এতে তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। পরিশেষে কাব ও গার্ল ইন কাবদের নিয়ে রণরামপুর বাজারে সড়ক নিরাপত্তার উপর র্যালী ও মানববন্ধন করা হয়। রণরামপুর বাজারে পথচারী ও অটো রিক্সা চালকদের হাতে সড়ক নিরাপত্তার উপর প্রকাশিত লিফলেট বিতরণ করা হয়। লিফলেট সচেতনতার সাথে পড়ে সর্তকতার সাথে গাড়ী, মোটর সাইকেল ও অটোরিক্সা চালানোর অনুরোধ করা হয়।