হাসান আল সাকিব
এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট -এসিডির আয়োজনে রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়ন পরিষদ হল রুমে এসিডির মানব -পাচার প্রতিরোধ কমিটির আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অভিবাসন,মানব-পাচার, নিরাপদ অভিবাসনের প্রক্রিয়া সমূহ, মানব-পাচার প্রতিরোধে করণীয় প্রভৃতি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা সভায় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিদেবপুর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন।তিনি মানব পাচারের ভয়াবহতা সম্পর্কে সকলকে সজাগ দৃষ্টি রাখবার আহ্বান জানান।এসময় হরিদেবপুর ইউনিয়ন এর ইউপি সদস্যরা সহ এসিডির মানবপাচার প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিল। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এসিডির ডিসটিক প্রোগ্রাম ফ্যাসিলেটেটর ফয়সাল মন্ডল। পরে হরিদেবপুর ইউনিয়ন এর ৫টি বাজারে বিদেশ গমনে করনীয় তথ্য সম্ভলিত পোস্টার ও ব্যানার লাগানো হয়।