হাসান আল সাকিব
‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭’শীর্ষক যুব ও সাংবাদিকদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে । সোমবার ,সকাল ১১টায় রংপুর প্রেসক্লাব মিলনাতয়নে গার্লস এ্যাডভোকেসী এ্যালায়েন্স (GAA) প্রজেক্ট ও ল্যাম্ব এর যৌথ উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয় । সংলাপে রংপুর প্রেসক্লাবের সভাপতি সদরুল আলম দুলু এর সভাপত্বিতে আলোচনায় অংশ নেন এ্যাডভোকেসী এ্যালায়েন্স (GAA) প্রজেক্ট এর রংপুর ডিভিশনাল কো-অর্ডিনেটর রেহেনা বেগম, এ্যাডভোকেট মোছা কোহিনুর বেগম সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইয়ুথ নারী-পুরুষ ও রংপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ।
সংলাপে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় । বক্তব্য উঠে আসে বাল্যবিবাহ কিভাবে ঠেকানো যায়, বাল্যবিবাহের কুফল ও এর পরিণতির মত গুরুত্বপূর্ণ বিষয়। আলোচনায় সভাপতির বক্তব্যে সদরুল আলম দুলু বলেন- বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে। কোথাও বাল্যবিবাহ হচ্ছে এমন খবর পেলে আপনারা অবশ্যই ১০৯ নাম্বারে কল করবেন অথবা প্রশাসনকে অবগত করবেন। পরে অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ছাত্র-ছাত্রিদের প্রশ্নের জবাব দেন আলোচকরা।