আনিস মিয়া
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলায় সাধারণ মোবাইল ফোনের ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে জানা য়ায় ।
এলাকাবাসী আর প্রত্যক্ষদশীদের কাছ থেকে জানা যায় , উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে একরাম হোসেনের বাড়ির পাশে রাত ২টার দিকে একই গ্রামের শাহেদ আলীর বখাটে ছেলে রবি মিয়া (২০) মোবাইল ফোনে উচ্চ সুরে আলাপ করছিল। এই সময় একরাম হোসেন এসে তাকে এখান থেকে সরে গিয়ে কথা বলতে বলে। এতে রবি মিয়া ক্ষিপ্ত হয়ে একরাম হোসেন কে গালিগালাজ ও মারধর করতে তেরে আসলে একপর্যায়ে দুই জনের মধ্যে হাতা হাতি হয়। পরে রবি মিয়া তার চাচা আজিজুল হককে জানালে আজিজুল তার লোকজন কে নিয়ে রাত ২টায় একরাম হোসেনের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে।
একরাম হোসেন জানান, রবি মিয়া প্রতিদিন আমাদের বাড়ীর পাশে এসে মেয়েদেরকে বিভিন্ন ভাবে উত্যক্ত করে এবিষয়ে আমি তার চাচা আজিজুলকে জানানোর পর সে আরও ক্ষিপ্ত হয় এবং আমাকে গালিগালাজ করতে থাকে একপর্যায়ে রবি আমাকে মারধর করতে আসলে দুই জনের মধ্যে হাতা হাতি হয়। পরে রবি তার চাচা আজিলুলকে জানালে আজিজুল তার বাহিনী নিয়ে আমাদের বাড়ী ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে ও গরু কিনার জন্য ঘরে থাকা ১লাখ টাকা নিয়ে যায়।
উচাখিলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক বলেন, আমার ভাতিজা রবিকে ওরা একা পেয়ে মারধর করে রাস্তায় ফেলে রাখে, খবর পেয়ে ভাতিজাকে আনতে গিয়েছি। হামলা ভাংচুর লুটপাটের কথা অস্বীকার করে তিনি বলেন তারা নিজেদের ঘর নিজেরাই ভাংচুর করেছে।