মেহেদী হাসানঃ
আজ ১৭ মার্চ ২০১৮ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসন,মুক্তাগাছা এর আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক এর কার্যালয়ের সহযোগীতায়,বঙ্গবন্ধুর ৯৯ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।
সকাল ৭ঃ৩০ মিনিটে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানে সূচনা করেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার জনাব সূর্বনা সরকার । পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও শিশু সমাবেশ ও আনন্দ র্যালী অনুষ্ঠিত হয় ।
র্যালীটি মুক্তাগাছা উপজেলা মুক্তিযোদ্বা কমপেক্স এর কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহড়ের বিভিন্ন সড়ক পদক্ষীন করে উপজেলা কার্যালয়ে এসে শেষ হয়।