আনিস মিয়া
ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহরে মুক্তাগাছায় ৪৬ তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে আরকে হাইস্কুল খেলার মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি এমপি।
উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ২আর্মড পুলিশ ব্যাটালিয়নের সিও (পুলিশ সুপার) মোঃ নজরুল হোসেন, ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য বেগম জোসনারা মুক্তি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলকার নায়ন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার মোর্শেদ, উপজেলা জাতীয় পার্টির নেতা আতাউর রহমান লেলিন, কুমারগাতা ইউপি চেয়ারম্যান মোঃ আকবর আলী সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ।