মেহেদী হাসান(বিশেষ প্রতিনিধি)
২২ ফেব্রুয়ারী ২০১৭ রোজ বৃহঃবার মুক্তাগাছা থানাধীন ৮ নং দাওগাঁও ইউনিয়নের রাজাবাড়ী বাজারে কমিউনিটি পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন মুক্তাগাছা থানার অফিসার ইনর্চায আলী আহমেদ মোলা, ওয়াজেদ আলী এসআই (নি)মুক্তাগাছা থানা।উক্ত এলাকার সম্মানিত ব্যাক্তিগণ। এ সময় মুক্তাগাছা থানার অফিসার ইনর্চায আলী আহমেদ মোলা কমিউনিটি পুলিশিং এর সকল দিক তুলে ধরেন ও মাদক, জুয়া, বাল্য বিবাহ, ইভটিজিং বন্ধ এবং বন মামলার পরোয়ানা নিষ্পত্তি করতে দিকনির্দেশনা প্রদান করেন।