Friday, August 1, 2025
30.9 C
Dhaka

বর্ণাঢ্য আয়োজনে বোধনের “প্রোজ্জ্বল ৫০” সমাবর্তনের সূচনা

ইভান পাল

বাংলাদেশের প্রথম এবং নিয়মিত আবৃত্তি স্কুলের নাম “বোধন আবৃত্তি স্কুল”।।

১৯৯৩ সালের ৮ অক্টোবর বোধন আবৃত্তি স্কুল এক -পা দু-পা করে এই চট্টগ্রাম শহরে তাঁদের যাত্রা শুরু করে।। সেই হিসেবে প্রায় ২৬ বছরের এক দীর্ঘ পথচলা এই স্কুলটির। সাথে ২৫ বছর পূর্ণ করে, বোধনের ২৬শে রাখার এক অনবদ্য ইতিহাস।।

স্কুলটির বছরে দুটি করে আবর্তন। আর বোধনের সেই আবর্তনের ধারাবাহিকতায় গত বছর অর্থাৎ ২০১৮ সালের ৮ অক্টোবর স্কুলটি তাঁদের ৫০ তম ব্যাচের শিক্ষাক্রম সম্পন্ন করেছে অর্থাৎ ৫০ তম আবর্তন পূর্ণ করেছে।

আর তাই ‘প্রোজ্জল ৫০’ শিরোনামে বোধন তাদের এই ৫০ তম আবর্তনের সমাবর্তন অনুষ্ঠান ২দিন ব্যাপী বিশাল এবং বর্ণাঢ্যভাবে আয়োজন করেছে।।

আজ ১৩ ই জুন বৃহস্পতিবার নগরীর থিয়েটার ইন্সটিটিউটের মিলনায়তনে রবীন্দ্রনাথ ঠাকুরের — তুমি নির্মল করো উজ্জ্বল করো, সুন্দর করো হে—- কবিতার বৃন্দ পরিবেশনা এবং মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে।।

 

প্রোজ্জ্বল ৫০ আবর্তনের  সমাবর্তন অনুষ্ঠানের এই আয়োজন উৎসর্গ করা হয়েছে বোধন আবৃত্তি স্কুলের অধ্যক্ষ, বোধনের প্রাণ পুরুষ দেশবরেণ্য আবৃত্তিশিল্পী প্রয়াত রণজিৎ রক্ষিতকে।

 

এরপর অনুষ্ঠানে বোধন আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক এস এম আবদুল আজিজের সভাপতিত্বে কথামালায় অংশ নেন শিক্ষাবিদ আনোয়ারা আলম, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক রাশেদ হাসান, সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন কৈশোর, মনির হোসেন, আহসান উল্লাহ তমাল ও বোধন আবৃত্তি পরিষদের উপদেষ্টা দীপ্তি রক্ষিত।

 

এসময় বক্তারা বলেন, সংস্কৃতিমান মানুষই পারে মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর হতে। আর সেই চেতনায় বোধন পথ চলছে অবিরত। মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে বোধন আবৃত্তি স্কুলের পথচলা অব্যাহত থাকবে বলেও এসময় তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

বোধন তাঁদের এই দুদিনের এই বিশাল আয়োজনকে ঘিরে আগামীকে  জানান, পঞ্চাশ সবার কাছে এক সুবর্ণ সংখ্যা হলেও বোধন পঞ্চাশকে মনে করেছে দারুণ জ্যোতির্ময়ী। তাই বোধন আবৃত্তি স্কুল নিজেদের ৫০তম ব্যাচের নাম রেখেছে ‘প্রোজ্জ্বল পঞ্চাশ আবর্তন’। ১৯৯৩ সালের ৮ অক্টোবর যাত্রা শুরু হওয়া দেশের প্রথম এই আবৃত্তি স্কুলের সদস্যরা মনে করছেন প্রোজ্জ্বল পঞ্চাশ আবর্তনের শিক্ষার্থীরা বোধন-ইতিহাসের এক দীপ্তময় সময়ের অংশীদার হয়ে থাকবে অনন্তকাল। আর তাই এ আবর্তনের শেষটা স্মরণীয়-বরণীয় করতে ছিল দীর্ঘদিনের পরিকল্পনা। আর সব পরিকল্পনাকে সঙ্গী করেই আজ বৃহস্পতিবার বিকাল থেকে চট্টগ্রানেএ থিয়েটার ইনিস্টিটিউট মিলনায়তনে ২দিনের বোধন পরিবারের এই বর্নিল আয়োজন।  যেখানে সকল সংস্কৃতিমান ব্যক্তিবর্গ এবং দেশবরেণ্য আবৃত্তিশিল্পীবৃন্দ আমন্ত্রিত “।।

বোধন আবৃত্তি স্কুলের এই আয়োজনে আজকে একক পরিবেশনায় অংশ নেন —- মাসুম বিল্লাহ আরিফ (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ) মেজবাহ চৌধুরী (সন্দীপনা), সেলিম রেজা সাগর (কণ্ঠনীড়), বৃষ্টি পুরোহিত (শব্দনোঙর), সেলিম ভুঁইয়া (স্বদেশ), শুভাশীষ শুভ (অযান্ত্রিক), সাইদুল করিম সাজু (বর্ণ), রণধীর দে (একুশ), সঞ্জীব বড়–য়া, মাহবুবুর রহমান মাহফুজ (নির্মাণ), বোধনের আবৃত্তিশিল্পী — পুনম দাশ, অনন্যা পাল, অর্পিতা দাশ।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন গৌতম চৌধুরী,  শুভাগত বড়ুয়া ও অজান্তা টুম্পা।

 

আগামীকাল শুক্রবার ১৪ ই জুন বিকাল ৫টায় শুরু হবে বোধনের ২য় দিনের আয়োজন।  আর আগামীকালের এ আয়োজন সাজানো হয়েছে — বর্ণাঢ্য শোভাযাত্রা, আবৃত্তিশিল্পী সম্মিলন এবং চট্টগ্রাম ও চট্টগ্রামের বাইরের আবৃত্তিশিল্পীদের পরিবেশনা দিয়ে।।

 

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

ভারত-ইংল্যান্ড ম্যাচে পাকিস্তানি ভক্তকে মাঠ ছাড়া করায় ল্যাঙ্কাশায়ারের দুঃখপ্রকাশ

ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের শেষ দিনে পাকিস্তানের জার্সি পরে...

ত্রিদেশীয় সিরিজ আয়োজন করছে আমিরাত, অংশ নিচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান

এশিয়া কাপের ঠিক আগমুহূর্তে পাকিস্তান ও আফগানিস্তানকে নিয়ে একটি...

শুধু প্রত্যাশা নয়, ভালো প্রস্তুতিতেই হবে বিশ্বকাপে সাফল্যের চাবিকাঠি: শান্ত

বৈশ্বিক টুর্নামেন্টে ব্যর্থতার বৃত্ত ভাঙতে হলে কেবল প্রত্যাশা নয়,...

ওভাল টেস্ট থেকে ছিটকে গেলেন ক্রিস ওকস

ভারতের বিপক্ষে চলমান ওভাল টেস্টে ফিল্ডিং করতে গিয়ে বাঁ...

বিধানসভায় মোবাইলে ‘তাস খেলায়’ ধরা পড়ায় কৃষিমন্ত্রী মানিকরাও কোকাটেকে সরিয়ে দেওয়া হলো

মহারাষ্ট্রের বিধানসভায় অধিবেশন চলাকালীন মোবাইলে ‘জঙ্গলি রামি’ খেলতে ধরা...

ট্রাম্প নতুন শুল্ক কার্যকরের তারিখ পেছালেন সাত দিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রাতে ৬৮টি দেশ এবং...

এশিয়ায় ট্রাম্পের শুল্ক নীতি: কোন দেশের অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এপ্রিল মাসে ঘোষিত নতুন শুল্ক...

কিয়েভে রুশ হামলায় নিহত ২৮, দুই বছরের শিশুও রয়েছে নিহতদের মধ্যে

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায়...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img