নান্দাইলে ফসলি জমিতে বজ্রপাতে প্রাণ গেল বাবা ও ছেলের
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বজ্রপাতে একই পরিবারের বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৭ জুলাই) বিকেলে উপজেলার খারুয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন স্থানীয় কৃষক মোস্তফা মিয়া (৪০) ও তার ছেলে প্রথম শ্রেণির ছাত্র তাইফ হোসেন (৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির পাশে নিজেদের ফসলি জমিতে ধানবীজ ফেলতে যান মোস্তফা মিয়া। তার সঙ্গে যায় ছোট ছেলে তাইফ। কাজ চলাকালেই হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. রতন মিয়া জানান, এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
চ্যানেল আগামী জানায়, প্রাকৃতিক দুর্যোগে হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসনের সহানুভূতির পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বজ্রপাতের সময় মাঠে বা খোলা জায়গায় না যাওয়ার পরামর্শ দিয়েছেন।