আনিস মিয়াঃ
১৫ ফেব্রুয়ারী ২০১৮ সচেতন নাগরিক কমিটি (সনাক), ময়মনসিংহ সদর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ময়মনসিংহের আয়োজনে, স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) এবং ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ এর সহযোগী সংগঠন ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সদস্যদের অংশগ্রহণে মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে স্বেচ্ছাসেবার প্রসার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে স্বাগত বক্তব্য প্রদান করেন স্বজন সমন্বয়ক মোঃ রোকনুজ্জামান। তিনি টিআইবি’র সকল কার্যক্রমকে গুরুত্বের সাথে অনুধাবন করার জন্য অংশগ্রহণকারীদের অনুরোধ জানিয়ে বলেন, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা অপরিসীম।
কারণ যেকোন সামাজিক আন্দোলন বাস্তবায়নে স্বেচ্ছাসেবকগণই অগ্রণী ভূমিকা পালন করে থাকে। তিনি অংশগ্রহণকারী স্বজন ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সদস্যদের অর্জিত জ্ঞান সনাক-টিআইবি’র দুর্নীতিবিরোধী বিভিন্ন কার্যক্রমে প্রতিফলণ দেখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এই প্রশিক্ষণে নেতৃত্ব ও স্বেচ্ছাসেবার ধারণা, নেতৃত্ব ও পরিবর্তনের লক্ষ্যে নতুন প্রজন্ম, স্বেচ্ছাসেবা: প্রেক্ষাপট ও গুরুত্ব, দুর্নীতি সম্পর্কে ধারণা, দুর্নীতি কী ও দুর্নীতির ধরণ, দুর্নীতির প্রভাব ও প্রতিরোধে করণীয়, টিআইবি’র নৈতিক আচরণবিধিমালা, সামাজিক আন্দোলন ও দুর্নীতিবিরোধী কার্যক্রম, সামাজিক আন্দোলনের প্রেক্ষাপট, দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন, দুর্নীতিবিরোধী কার্যক্রমে স্বজন ও ইয়েস ফ্রেন্ডস্ সদস্যদের ভূমিকা, টিআইবি’র ফাইন্যান্স বিষয়ক নীতিমালা ইত্যাদি বিষয়ে অংশগ্রহণমূলক আলোচনা করেন সনাক সদস্য বিমল কৃষ্ণ দাস, স্বজন সমন্বয়ক মোঃ রোকনুজ্জামান, এরিয়া ম্যানেজার-সিই নিরুপমা ভৌমিক এবং এসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স এন্ড এডমিন মোঃ সফিকুল ইসলাম।
প্রশিক্ষণে ৩৩ জন স্বজন এবং ইয়েস ফ্রেন্ডস সদস্য উপস্থিত ছিলেন।