রাশেদুল ইসলাম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন কর্মসূচী পালন করলো সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইজিসি বা ইয়ং জেনারেশন অব চিটাগাং।
শনিবার ১৪ই জুলাই পূর্বঘোষিত সারাদেশের অন্যান্য স্থানের মতো এই কর্মসূচীর আয়োজন করে বন্দরনগরী চট্টগ্রামের ৮ নং সিটি কর্পোরেশন ওয়ার্ডের উত্তর শুলকবহরস্থ এশিয়ান হাউজিং সোসাইটি ভিত্তিক সামাজিক সংগঠন ইয়ং জেনারেশন অব চিটাগাং।
সংগঠনের সভাপতি মোঃ মাসুম কর্তৃক উদ্বোধনকৃত এই কর্মসূচীতে ৬ থেকে ১১ মাসের ২৫০ জন শিশুকে নীল রঙের ভিটামিন “এ” এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৫০ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
উক্ত কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাকিল চৌধুরী, সদস্য রাকিব উদ্দীন, মোহাম্মদ ইরফান, রিসানুর রহমান, ফারহানুল হক রোহান, আরিফুল ইসলাম পাভেল, মুহাম্মদ সাইফ, রবিন দে, মুহাম্মদ তাহাসিন, তাসিন উদ্দিন, জিয়া সিফাত, মুহাম্মদ মহিন।
উল্লেখ্য,২০১৬ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি স্থায়িত্বের দিক থেকে নবীন হলেও তারা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন করে আসছে। পাশাপাশি তারা সরকার ঘোষিত বিভিন্ন সেবামূলক কর্মকান্ডসহ বিভিন্ন সামাজিক কর্মসূচী পালন করে সমাজের সেবায় অগ্রনী ভূমিকা রাখছে।