গাজীপুর মহানগরীর মীরের বাজার এলাকায় একটি বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে আড়াই মাসের এক শিশু নিহত হয়েছে। দগ্ধ অবস্থায় শিশুটির বাবা-মাও বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে আজ রোববার ভোর সাড়ে চারটার দিকে। শিশুটির নাম মো. রায়হান। তার পিতা রিপন হোসেন (২৩) ও মাতা হাফিজা আক্তার (২০)।
স্থানীয়দের বরাতে জানা যায়, রিপন-হাফিজা দম্পতি মাত্র শনিবার বাসাটিতে ভাড়া ওঠেন। রোববার ভোরে শিশুর জন্য দুধ গরম করতে রান্নাঘরে গিয়ে চুলা জ্বালানোর চেষ্টা করছিলেন হাফিজা। তখনই গ্যাসলাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
প্রতিবেশীরা দ্রুত আহতদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা রায়হানকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানায়, শিশুটির বাবার শরীরের প্রায় ৮০ শতাংশ এবং মায়ের শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরের গ্যাসলাইনে লিকেজ থাকায় চুলা জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে।