মোঃ ফাহিম আহম্মেদ রিয়াদ (বগুড়া) প্রতিনিধিঃ
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত উৎসব মুখোর পরিবেশে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ২০১৭ সালের ২রা ডিসেম্বর মালঞ্চা ইউপির চেয়ারম্যান মোঃ মোত্তালিব মারা যাওয়ার পর এ উপ-নির্বাচনটি অনুষ্ঠিত হয়।
এ উপ-নির্বাচনে ধানের র্শীষ মার্কায় (প্রয়াত মোত্তালিবের স্ত্রী) মর্জিনা বেগম ৮৫৪৬ ভোট পায়। তার নিকটতম প্রতিদ্বন্দি নৌকা মার্কায় ডাঃ আব্দুল হাকিম ৭৩১৬ ভোট পায়। কাহালু নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বেসরকারী ভাবে ১২৩০ ভোটে মর্জিনা বেগম ধানের র্শীষকে বিজয়ী ঘোষনা করেন। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়ায় নির্বাচনটি সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হয়