-অনিরুদ্ধ সাজ্জাদ,কুমিল্লাঃ
স্বল্পোন্নত দেশ হতে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণে যৌগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপনে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করলো কুমিল্লা দক্ষিণ চৌদ্দগ্রাম এর গুণবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।
“শিক্ষা নিয়ে গড়বো দেশ,
শেঁখ হাসিনার বাংলাদেশ ” প্রতিপাদ্যের জয়ধ্বনি নিয়ে শুরু হয় র্যালী।
১৯৭৫ সালে পাওয়া স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে বেরিয়ে যাচ্ছে বাংলাদেশ। এবার উন্নয়নশীল দেশের কাতারে নাম উঠবে।বিশ্বে এখন বাংলাদেশের নতুন পরিচয়-মধ্যম আয়ের দেশ।
এ অর্জন আত্মমর্জাদার,অহংকারের, গৌরবের। তাই তো দেশ এখন আনন্দের বন্যায় ভাসছে।
এ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সরকার। এ কর্মসূচি ২০ই মার্চ শুরু হলেও বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিক উৎসব করবে।
তাই সারাদেশের সাথে বহুমুখীয়ানরাও যোগ দিয়েছে কর্মসূচিতে।