রাশেদুল ইসলাম
গত ২৮শে এপ্রিল বন্দরনগরী চট্টগ্রামে ইউথ ওয়ার্ল্ডওয়াইড ফাউন্ডেশনের নিয়ন্ত্রণাধীন সামাজিক সংগঠন ইউথ’স ভয়েস’র পক্ষ হতে বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে এক ওয়াক ম্যারাথন ও সাইকেল র্যালীর আয়োজন করা হয়।
সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় অর্থ সম্পাদক নাভিদ করিমের নেতৃত্বে শুরু হওয়া এই কর্মসূচীর ওয়াক ম্যারাথনটি নগরীর বিশ্ব মসজিদ খ্যাত জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠ হতে শুরু হয়ে লালখান বাজার হয়ে নগরীর প্রথম ও একমাত্র ফাইভ স্টার হোটেল “রেডিসন ব্লু” অতিক্রম করে এবং সাইকেল র্যালীটি একই স্থান হতে শুরু হয়ে টাইগারপাস অতিক্রম করে বটতল হয়ে সিআরবি শিরীষতলায় গিয়ে শেষ হয়।
বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে মাসিক বিষয়ক সচেতনতা বাড়াতে ইউথ’স ভয়েসের আয়োজনে ও এসিআই লিমিটেড এবং আবুল খায়ের গ্রুপ অফ কোম্পানিজের সহযোগিতায় অনুষ্ঠিত এই ওয়াক ম্যারাথন ও সাইকেল র্যালীতে তরুণ যুবক-যুবতীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে এই কর্মসূচী অতিক্রম করা রাস্তাসমূহের আশপাশের মানুষদের মাঝে ব্যাপক আলোড়ন ও কৌতূহলের সৃষ্টি করে। চট্টগ্রামের পাশাপাশি একইসাথে খুলনা এবং বরিশালে মহানগরীতেও সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।