মো: হামজার রহমান শামীম: বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চলের ব্যবস্থাপনা ও বাংলাদেশ স্কাউটস, জামালপুর জেলার পরিচালনায় আঞ্চলিক শাপলা কাব এবং প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ২০ জুলাই ২০১৮ তারিখ সারাদিনব্যাপী সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। মূল্যায়নে ১২ জন স্কাউট এবং ৬৪ জন কাব মূল্যায়নে অংশগ্রহন করেন।
মূল্যায়নকারী হিসেবে ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক সম্পাদক স্কাউটার জামাল উদ্দিন আকন্দ-এলটি, প্রবীন স্কাউটার ফাতেমা আক্তার খাতুন-এলটি, স্কাউটার হাসান মাসুদ-এএলটি, স্কাউটার মো: বরকত আলী-এএলটি, স্কাউটার মো: হামজার রহমান শামীম-এএলটি কাজ করেছেন। এতে কাব ও স্কাউটরা লিখিত, ব্যবহারিক, মৌখিক এবং আবশ্যিকভাবে সাতারে অংশগহন করতে হয়।
এ ক্যাম্পে উর্ত্তীন স্কাউটদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ এবং কাবদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাছিনা এর স্বাক্ষরিত সনদপত্র প্রদান করা হবে এবং তারা আনুষ্ঠানিকভাবে এ অ্যাওয়ার্ড পরিয়ে দিবেন। ময়মনসিংহ অঞ্চলের ৪টি জেলায় একযুগে এ মূল্যায়ন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের পক্ষে মূল্যায়ন কেন্দ্র পরিদর্শন নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব মো: জাহিদ হাসান এবং সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজাহিদ বিল্লাহ ফারুকী।