ঋতু বৈচিত্রের বাংলাদেশে শরৎ ঋতু মানেই কাশফুল, সাদা মেঘ আর শারদীয়া দুর্গোৎসব। বাঙালির পুজো বলতেই– ঢাকের বাদ্যি, ধুনুচি নাচ, পুজো পুজো গন্ধ আর সব মিলিয়ে একাকার অবস্থা!
দুর্গাপূজো নিয়ে বাঙালি হিন্দুদের থাকে একমাস আগে থেকে বিশাল আয়োজন, অনেক প্রস্তুতি। আর গানবাজনার যে দলগুলো তাদের আয়োজন তো চোখে পড়ার মতো। পুজোয় বাজানো নিয়ে অনেক আগে থেকেই তাদের রেওয়াজ চলতে থাকে। কেউবা আবার নতুন গানের এ্যালবাম নিয়ে ভাবেন।
পুজো আসতেই তোড়জোড় শুরু হয় গানের ব্যান্ডগুলোর নতুন গান প্রকাশ করবার আয়োজন।
তাই, পুরনোকে রেখে পুজো উপলক্ষে নতুন গান নিয়ে এলো চট্টগ্রামের বিখ্যাত ‘বন্দর ব্যান্ড’।
চট্টগ্রামের ভিন্ন ধারার এ ব্যান্ডটি দেবী দুর্গাকে নিয়ে তৈরি ‘উৎসবে মা’ শিরোনামে গানটির ভিডিও বুধবার ইউটিউবে মুক্তি দেয়। বাজেরে ঢোল বাজেরে, খুশিতে মন নাচেরে… এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন শুভ বড়ুয়া। ব্যান্ডের লাইনআপে রয়েছেন — ভোকালে মিঠুন ঘোষ, গিটারে শুভ বড়ুয়া ও ছোটন তালুকদার, কী-বোর্ডে রিপন শীল, ড্রামসে শুভ চক্রবর্ত্তী। ব্যান্ডের ভোকাল মিঠুন ঘোষ জানান, দুর্গা পূজাকে নিয়ে একটি নিজস্ব গানের পরিকল্পনা অনেকদিন ধরেই তাদের ছিল। ব্যান্ডের সব সদস্যের ঐকান্তিক চেস্টায় তাদের এ গান তৈরি করা সম্ভব হয়েছে। গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে অনন্যা আবাসিক এলাকা, সিআরবিসহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে। আর এতে অংশ নিয়েছে এক ঝাঁক তরুণ-তরুণী। গানটির ইউটিউব লিংক https://www.youtube.com/watch?v=kKMhHx2Fun8&feature=share
(ইভান পাল)