-স্বপ্নদ্রষ্টা প্রতিবেদক
প্রায় ত্রিশ লক্ষাধিক শহীদ এবং আরো কয়েক লক্ষাধিক মা-বোন এর আত্মত্যাগ এর বিনিময়ে প্রায় ৪৬টি বছর আগে এক স্বাধীন দেশ জন্ম নিয়েছিলো যার হৃদয়োচ্চারিত নাম ‘বাংলাদেশ’।স্বাধীন বাংলাদেশের মহান বিজয়ের ৪৬তম বৎসরে পদার্পণ উপলক্ষে সেই সকল আত্মত্যাগকারীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী এবং স্বাধীন বাংলার প্রত্যেকটি মানুষকে অশেষ শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটি সমাজ সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে ‘স্বপ্নদ্রষ্টা’ পরিবার।
স্বাধীন বাংলার কিছু স্বপ্নবাজ তরুণ এর উদ্যেগে গড়ে উঠা একটি সমাজকল্যানমূলক সংগঠন হচ্ছে এই ‘স্বপ্নদ্রষ্টা’,যার মূল স্লোগান হচ্ছে ‘জনসেবায় সর্বদা উন্মুখ’।মহান বিজয় দিবস উপলক্ষ্যে একটি ভিন্ন মাত্রার আয়োজন নিয়ে বিজয় দিবসের পরের দিন অর্থাৎ ১৭ই ডিসেম্বর,২০১৭ তারিখে সর্বসম্মুখে আসছে ‘স্বপ্নদ্রষ্টা’।সেই স্বল্প দৈর্ঘ্যের অনুষ্ঠানটিতে থাকবে একসঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়া থেকে শুরু করে সমাজ সচেতনমূলক বিভিন্ন ইভেন্ট,থাকছে ঐক্যবদ্ধ জাতির প্রতীকি অর্থে একটি প্রীতি ফুটবল ম্যাচ ও।
অনুষ্ঠানটি শুরু হবে ১৭ই ডিসেম্বর,২০১৭ তারিখে ঠিক বিকাল ৩:০০ ঘটিকায়।এরপর একসঙ্গে দাঁড়িয়ে গাওয়া হবে জাতীয় সঙ্গীত,সম্মান প্রদর্শন করা হবে স্বাধীন বাংলা তৈরিতে প্রত্যেকটি আত্মত্যাগকারী মানুষের প্রতি।এরপরই থাকছে একটি প্রীতি ফুটবল ম্যাচ,’স্বপ্নদ্রষ্টা লাল দল’ এবং ‘স্বপ্নদ্রষ্টা সবুজ দল’ এর মধ্যে।এরপর থাকছে নতুন এক সোনার বাংলা গড়ে তোলার অঙ্গীকার স্বরূপ উপস্থিত মানববন্ধন যেখানে থাকবে বিভিন্ন খারাপ কাজ থেকে দূরে থাকার এবং সুনাগরিক হয়ে, স্বাধীনতার চেতনা বুকে ধারণ করে স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ গড়ে তোলার অঙ্গীকার,এছাড়াও বিভিন্ন ইভেন্টের মধ্য দিয়ে শেষ হবে অনুষ্ঠানটি বিকেল ৫:২০ এর মধ্যেই।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা ‘এস এম আবুল কালাম আজাদ’ এম পি,মাননীয় সংসদ সদস্য,ঢাকা-১৭,আসন-১৯০;প্রেসিডেন্ট, বাংলাদেশ ন্যাশলালিস্ট ফ্রন্ট। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত থাকিবেন বিশিষ্ট নেতৃবৃন্দ এবং সমাজসেবকবৃন্দ,এছাড়া ‘স্বপ্নদ্রষ্টা’ পরিবারের সকল সদস্য এবং উপদেষ্টামন্ডলীর সদস্যরাও উপস্থিত থাকবেন।উক্ত অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে আপনাদের সকলের উপস্থিতি ‘স্বপ্নদ্রষ্টা’ পরিবারের একান্তই কাম্য।