–মশিউর হক তানজিল
টাংগাইলের ভূঞাপুর উপজেলায় নলীন ইউনিয়নের বানবাসি মানুষের মাঝে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সৌজন্যে আজ ত্রাণ বিতরণ করা হয়েছে।যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে নলীন ইউনিয়নের প্রায় শতাধিক পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। আজ সেই সব বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরন করা হয়। নলীন ইউনিয়নের ৬১০ টি পরিবারের প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডালসহ শাড়ি ও লুঙ্গি প্রদান করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন ভূঞাপুর পৌরসভার মেয়র জনাব মোঃ মাসুদুর রহমান, বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় টাংগাইল এর প্রধান শিক্ষক জনাব আল মামুন তালুকদার, এবং বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মোঃ ইনছান আলী, সাধারণ সম্পাদক জনাব জালাল উদ্দীন সরকার, ময়মনসিংহ আঞ্চলিক কমিটির জনাব শেখ ফরিদ সহ টাংগাইল জেলা কমিটির সভাপতি জনাব মোঃ মতিউর রহমান, সাধারণ সম্পাদক জনাব সুলতান গিয়াস উদ্দীন, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ মুছা খান সহ আরও অনেকে।