মো: হামজার রহমান শামীম:
বাংলাদেশ স্কাউটস এর ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চলের পরিচালনায় ৩৬১তম স্কাউট ইউনিট লিডার অ্যাডভান্সড কোর্স ০৮ এপ্রিল ২০১৮ তারিখে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুরে শুরু হয়। কোর্সটি ০৮-১৩ এপ্রিল ২০১৮ তারিখ পর্যন্ত চলবে। কোর্সে জামালপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী এবং গোপালগঞ্জ থেকে প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন ৩৪ জন এবং কোর্স স্টাফ ১০ জন ছিল।
কোর্সের কোর্স লিডার হিসেবে স্কাউটার রওশন আরা ,এলটি, স্টাফ হিসেবে স্কাউটার এসএম নজরুল ইসলাম,এলটি, স্কাউটার আব্দুল ওহাব, এলটি, স্কাউটার রেজাউল হক,এএলটি,স্কাউটার ড. সাধন কুমার বিশ্বাস এএলটি, স্কাউটার মোঃ তারা মিয়া, এএলটি, স্কাউটার মো: আব্দুস সালাম, এএলটি, স্কাউটার মোঃ হামজার রহমান শামীম,উডব্যাজার(সিএএলটি সম্পন্নকারী), স্কাউটার আবু নোমান সিরাজুল হক, উডব্যাজার, কোয়ার্টার মাস্টার হিসেবে স্কাউটার মো: আব্দুস সাত্তার এএলটি দায়িত্ব পালন করেন।
পতাকা উত্তোলনের মাধ্যমে কোর্স শুরু করা হয়। কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বাংলাদেশ স্কাউটস, জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র এর পরিচালক স্কাউটার এএইচএম মুহসিনুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস, জামালপুর জোনের সহকারী পরিচালক জনাব মোঃ হামজার রহমান শামীম। কোর্স লিডার বক্তব্যের মাধ্যমে বলেন- আজকের সমাজের সামাজিক অবক্ষয় রোধ করতে হলে সবাইকে স্কাউটিং এ সম্পৃক্ত হতে হবে। ছয়দিনের স্কাউট ইউনিট লিডার অ্যাডভান্সড কোর্স শিডিউল অনুযায়ী পরিচালিত হবে।