মো: হামজার রহমান শামীমঃ
বাংলাদেম স্কাউটস এর ব্যবস্থাপনায় ও বাংলাদেশ স্কাউটস, মযমনসিংহ অঞ্চলের পরিচালনায় ১৮-২২ মার্চ তারিখে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, মুক্তাগাছা, ময়মনসিংহে ১ম এবং ২য় উপদল নেতা কোর্স অনুষ্ঠিত হবে।
কোর্সে জামালপুর, শেরপুর, নেত্রকোণা ও ময়মনসিংহের ১১০ জন স্কাউট ও ১০ জন প্রশিক্ষক অংশগ্রহণ করেন। কোর্সে অংশগ্রহণকারীদের ৮টি গ্রুপে ভাগ করা হয়। ১ম উপদলের গ্রুপগুলো হচ্ছে দোয়েল, কোয়েল,ময়না, টিয়া ১ম উপদলের গ্রুপগুলো হচ্ছে বাঘ,সিংহ, ঘোড়া ও হরিণ। হরিণ উপদলে শুধু গার্ল ইন স্কাউটদের দেয়া হয়েছে।
কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চলের উপ পরিচালক জনাব স্বপন কুমার দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুর্বনা সরকার। কোরআন থেকে তেলওয়াত করেন স্কাউট মাহবুব, গীতা পাঠ করে সবুজ চক্রবর্তী অর্জুন ও ব্যক্তিগত পরিচতির পর স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চলের সম্মানীত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আকন্দ, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাশেম, কোর্স লিডার কল্লোল সরকার মনজিত, ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চলের উপ পরিচালক জনাব স্বপন কুমার দাস।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস, জামালপুরের সহকারী পরিচালক স্কাউটার মো: হামজার রহমান শামীম। প্রধান অতিথি বক্তব্যে বলেন- দেশ ও জাতি গঠনে স্কাউটদের আগিয়ে আসতে হবে। কোর্সের আইন কানুন মেনে চলতে হবে।
পরে কোর্সের উদ্দেশ্য বর্ননা করার পর স্কাউট আদর্শ ও লক্ষ্য নিয়ে কথা বলেন- বাংলাদেশ স্কাউটস এর সহকারী পরিচালক জনাব মো: হামজার রহমান শামীম। উপদল পদাধতির উপর সেশন পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক সম্পাদক বরি মুক্তিযোদ্ধা স্কাউটার জামাল উদ্দিন আকন্দ।