বদরুল ইসলাম (বরগুনা)
বরগুনা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয় সরকারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বরগুনার ১০ টি ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে এই মতবিনিময় সভা হয়। সনাকের আয়োজনে, ‘’চাই স্থানীয় সরকার খাতে স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উক্ত মতবিনিময় সভা বরগুনার সনাক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অত্র সভায় বরগুনার ১০টি ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। এই সভার উদ্বোধনী বক্তৃতা দেন বরগুনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও উপ পরিচালক স্থানীয় সরকার মোঃ আনোয়ারুল নাসের। অত্র সভায় আলোচনা করেন বরগুনা উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা মোঃ আনিচুর রহমান ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ প্রমুখ।
অত্র মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা টিআইবি-সনাকের সুযোগ্য সভাপতি আলহাজ্ব আঃ রব ফকির। তিনি বলেন, চেয়ারম্যানদের অবশ্যই ইউনিয়নের ও নাগরিকদের মান উন্নয়নে কাজ করতে হবে। নাগরিকদের সেবার মান বাড়াতে হবে। ইউনিয়নের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এছাড়াও তিনি নারীর ক্ষমতায়নের উপর আলোচনা করেন।