ময়মনসিংহ জেলার স্কাউটার রফিকুল ইসলাম ওপেন স্কাউট গ্রুপ বরাবরই স্কাউটিং এর আদর্শকে মানুষ ও দেশের কল্যানে কাজে লাগাতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
পথকলি বা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পুষ্টিকর সুস্বাদু মৌসুমী ফল খাওয়াতে শুক্রবার বিকেল ৪ ঘটিকায় আয়োজন করা হয় উৎসবের। যেখানে ৫০ জন শিশু তাদের ইচ্ছেমতো বিভিন্ন ধরনের মৌসুমী ফল খেয়েছে পেট ভরে। অনুষ্ঠানটি সফল করতে স্কাউট ও রোভার সদস্যরা দায়িত্ব পালন করে।
ময়মনসিংহ জয়নুল উদ্যানে এ আয়োজনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পৌরসভার মাননীয় মেয়র মো: ইকরামুল হক টিটু মহোদয়। উপস্থিত ছিলেন জেলা স্কাউট লিডার এ এস এম মোকাররম হোসেন সরকার, জেলা রোভার এর সম্মানিত সহকারী কমিশনার, স্কাউটার রফিকুল ইসলাম ওপেন স্কাউট গ্রুপের রোভার শাখার সম্পাদক এস এম এমরান সোহেল, গার্ল ইন স্কাউট ইউনিট লিডার ফাতেমা আক্তার, রোভার স্কাউট লিডার রেজাউল করিম, আবুল খায়ের নাঈম ও স্কাউট শাখার সম্পাদক মতিউর রহমান ফয়সাল।
বিশেষ ভাবে সহযোগীতা করেন চিল্ড্রেনস হেভেন ময়মনসিংহ শাখার সভাপতি বিজয় রায়।তিনি সুবিধা বঞ্চিত শিশুদের একত্র করেন।