আজ শনিবার সারা দেশ ব্যাপি পালিত হল জাতীয় ভিটামিন এ প্লাসক্যাম্পেইন। সারা দেশের মতো শান্তিপূর্ণ ভাবে মুক্তাগাছা উপজেলায়ও পালিত হল জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচী।
শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচীকে পালন করতে, মুক্তাগাছার স্বাস্থ্য কর্মী , স্কাউট দল ,স্কুলের ছাত্র-ছাত্রীরা, মুক্তাগাছার বিভিন্ন সাস্থে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচী বাস্তবায়ন করার লক্ষে অবস্থান গ্রহণ করেন।
এবার মুক্তাগাছা উপজেলার ২৪৮ টি কেন্দ্রে ৪৭ হাজার ১৭৭ জন ও পৌরসভার ২৯ টি কেন্দ্রে ৬ হাজার ৭৩৭ জন শিশুকে ভিটামিন এ প্লাস লাল ও নীল ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রাখা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এই কর্মসূচি পালন করবে। দেশব্যাপী ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রসহ অতিরিক্ত আরো ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হয়।
এতে ৬-১১ মাস বয়সী সব শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।