সাতক্ষীরায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশু ও নারীসহ একই পরিবারের ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
রাত সাড়ে ৮টার দিকে তালা উপজেলার ভৈরবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সাতক্ষীরার কালীগঞ্জের কালিকাপুর এলাকা থেকে একটি পিকআপ ভ্যানে করে এক আত্মীয়র জানাজায় অংশ নিতে খুলনার বসুপাড়া এলাকায় যায় মনিরুজ্জামানের পরিবারসহ স্বজনরা। সেখান থেকে রাতে ফেরারপথে তালা উপজেলার ভৈরব নগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে তাদের বহনকারী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই একই পরিবারের ৩ শিশু ও ২ নারীসহ ৬ জন নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত ১০ জন। পরে তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।