বরিশাল ব্যুরো
বরিশাল প্রেসক্লাবের চারজন সাংবাদিক ও তাদের পরিবারকে দেওয়া হল সরকারি আর্থিক সহযোগিতা।
বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠানিকভাবে সাড়ে ৪ লাখ টাকা সরকারি আর্থিক সহযোগিতার চেক প্রদান করা
হয়। এসময় প্রায়ত সাংবাদিক মীর মনিরুজ্জামান এর পরিবারকে ২ লাখ টাকা, সাংবাদিক কাজী মকবুল হোসনকে ১ লাখ টাকা, সাংবাদিক বেলায়েত বাবলুকে ১ লাখ টাকা ও প্রায়ত মিন্টু বসু পক্ষে তার পরিবারের কাছে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল এবং অনুষ্ঠানের সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক এমএম জাকির হোসেন।