রাশেদুল ইসলাম
বন্দরনগরী চট্টগ্রামের জনপ্রিয় ও ইউথ ওয়ার্ল্ডওয়াইড ফাউন্ডেশনের অধীন স্বেচ্ছাসেবী সংগঠন ইউথ’স ভয়েস তাদের নিয়মিত শীতকালীন কর্মসূচী Fight Against Winter (FAW) সিজন-৮ ঘোষণা করেছে।
আসন্ন শীতকে কেন্দ্র করে শীতার্ত মানুষের পাশে দাড়ানোর এই কর্মসূচী টানা অষ্টমবারের মতো আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি। ২০১১ সাল হতে শুরু হওয়া এই বার্ষিক কর্মসূচীর আওতায় বিগত বছরগুলোতে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দুর্গম অঞ্চলে দারিদ্র্য পীড়িত ও শীতের প্রকোপে আক্রান্ত অসহায় জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে।
শীতের তীব্রতা বাড়ার আগ মূহুর্তে প্রায় মাসব্যাপী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের সাহায্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে অর্থসংগ্রহ করে থাকে উক্ত সংগঠনটি। পরে সংগৃহীত অর্থ দ্বারা শীতবস্ত্র কিনে তা প্রায় তিন হাজারের অধিক উপরোল্লিখিত হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।