আনিস মিয়া
ময়মনসিংহ বিভাগের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের মইলাকান্দা কান্দাপাড়া গ্রামে গত সোমবার আনুমানিক সন্ধ্যা ৭ টায় ভাতিজী জান্নাতুল(১২) কে কুপিয়ে অভিযোগ পাওয়া গেছে। । ভাতিজী জান্নাতুল শ্যামগঞ্জ বালিকা বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্রী। তার পিতার নাম শাহজাহান। নিহত জান্নাতুলের মা আরজিনা খাতুন জানান, সন্ধ্যার পর মিজানুর রহমান আমাকে তার ভাতের চাল দেয়। আমি রান্না ঘরে গিয়ে ভাত রান্না করছিলাম। জান্নাতের স্কুলে পরীক্ষা চলছে। সন্ধ্যার পর ঘরে বসে সে পড়ছিলো। হঠাৎ করে মেয়ের চিৎকার শুনতে পেয়ে ছুটে গিয়ে দেখতে পাই তার চাচা তাকে কুপিয়ে রক্তাক্ত করেছে। চিৎকার শুনে তিনি ও বাড়ির অন্যান্য লোকজন ছুটে এসে জান্নাতকে উদ্ধার করে প্রতিবেশিদের সহযোগিতায় দ্রুত গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসেন।