রাশেদুল ইসলাম
“ইন টাইম, ইন সার্ভিস” লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর নবনির্বাচিত জেলা গভর্নর লায়ন মোঃ নাসিরউদ্দীন চৌধুরী (এমজেএফ) এর এই ঘোষণাকে ভিত্তি করে এর অধীনস্থ লিও জেলা পরিষদ ৩১৫-বি৪ নতুন সেবাবর্ষে পদার্পন করেছে।
আজ ১লা জুলাই হতে লায়নিজম তথা লিওইজমের শুরু হওয়া ২০১৮-১৯ সেবাবর্ষের প্রথম দিনটি সকাল ১০টায় চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের কার্যালয়ে কুরআন খতমের মাধ্যমে শুরু হয়। পরে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে “চিলড্রেন কর্নার” উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুন মালেক (এমজেএফ) সহ অন্যান্য লায়ন্স ও লিও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ ২০১৮-১৯ সেবাবর্ষের জন্য নির্বাচিত লিও জেলা সভাপতি লিও মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে “মিট দ্যা প্রেসিডেন্ট” অনুষ্ঠানের মধ্য দিয়ে সকল প্রাক্তন লিও জেলা সভাপতির উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সকল লিও জেলা নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেয়ার মাধ্যমে দিনব্যাপী এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।