রাশেদুল ইসলাম
আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের লায়ন্স জেলা ৩১৫-বি৪’র আওতাধীন লিও জেলা লায়ন্স জেলা ৩১৫-বি৪’র অন্যতম ক্লাব লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর ৪১তম বর্ষপূর্তি উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ই সেপ্টেম্বর শুক্রবার বন্দরনগরী চট্টগ্রামের খুলশীস্থ চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের এক কক্ষে ক্লাব সভাপতি লিও নজরুল ইসলাম মামুনের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৯শে সেপ্টেম্বর ক্লাবের চার্টার ডে’কে কেন্দ্র করে সকলের সম্মতিক্রমে ৪১তম বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচী ঘোষণা করা হয়।
উক্ত সভায় আর উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সভাপতি ও ক্লাব ডিরেক্টর লায়ন হেলাল উদ্দীন, সদ্য প্রাক্তন লিও ইয়ুথ এক্সচেঞ্জ লায়ন আনিসুল হক চৌধুরী, সাবেক জেলা সচিব লায়ন বিদেশ বড়ুয়া, সাবেক ক্লাব সভাপতি লিও রফিকুল ইসলাম, ক্লাব নির্বাহী পরিচালক লিও জয়দেব দাশ, জয়েন্ট সেক্রেটারি লিও মোঃ ইব্রাহীম বকর চৌধুরী, টেমার লিও রাশেদুল ইসলাম, লিও তানভীরুল ইসলাম, লিও ইভান পাল, লিও দীপ্ত বিশ্বাস, লিও তানভীর হোসাইন, লিও জুবায়ের অনিক, লিও আলিফ রহমান।