Monday, April 28, 2025
28 C
Dhaka

লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী স্পনসরড বাই লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী র উদ্যোগে শিশুদের নিয়ে দিনব্যাপী কর্মশালা

ইভান পাল

গতকাল ২৮শে জুলাই, আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লিও ক্লাবের লিও জেলা ৩১৫ বি ~৪ এর অধীনস্থ সংগঠন, লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী, স্পনসরড বাই লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী র উদ্যোগে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ইছামতীতে “ইছামতী ধাতু চৈত্য বিহার ও ধর্মানন্দ বৌদ্ধ অনাথালয়ে” শিশুদের নিয়ে দিনব্যাপী কর্মশালামূলক অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।

যারা আজ খুব ছোট। আর এই ছোট বয়সেই যারা তাদের ফুটফুটে ঐ মিস্টি মুখ খানি দিয়ে ভালোবাসা ছড়াচ্ছে, আবার কাল তারা ই কিন্তু বড় হয়ে তাদের কাজের গুনে এই সমাজে আলো ছড়াবে। আমরা তাদের শিশু বলি। তবে আজ যাদের কথা বলছি, এই ফুল বা শিশুগুলির কিন্তু বাবা – মা নেই। এই সমাজ তাদের অনাথ শিশু বলে। কিংবা কেউ বা বলেন, সৃষ্টিকর্তার বরপুত্র। স্বয়ং সৃষ্টিকর্তা নিজেই নাকি এই অনাথ, পিতৃ মাতৃহীন শিশুদের পালন করে থাকেন।
যাক, আমাদের এই দেশে এরকম হাজারো ফুল রয়েছে। যাদের পিতা মাতা গত হয়েছেন বহু আগেই।

তবে আজ যে ফুল গুলোর কথা বলবো, তারা “ ইছামতী ধাতু চৈত্য বিহার ও ধর্মানন্দ বৌদ্ধ অনাথালয় — নামক বাগানের ফুল। যেটি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় অবস্থিত। এই শিশু বা ফুলগুলো এই বাগানেই থাকে। এদের বেশির ভাগের ই বাবা মা নেই। এখানেই তাদের সবকিছু। পাশেই আবার স্কুল। সেখানেই পড়াশোনা। আর থাকা খাওয়া তো এই আশ্রমেই। প্রায় ষাট থেকে সত্তর জন শিশু এই অনাথ আশ্রমটিতে থাকে।

গতকাল সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই সাথে কিভাবে ভালোভাবে হাত ধোয়া যায় এবং তাদের নিজ নিজ শ্রেণীকক্ষ কিভাবে পরিষ্কার পরিছন্ন রাখা যাবে তা নিয়ে শিশুদের মাঝে সচেতনতামূলক ধারণা প্রদান করা হয়।

আর সবশেষে প্রতিযোগীতার ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয়। আর দুপুরে সংগঠনটির পক্ষ থেকে এই শিশুদের জন্য দুপুরের খাবরের আয়োজন করা হয়।

সবশেষে লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর উদ্যাগে শিশুদের জন্য গামছা, কিছু পরিষ্কারক সামগ্রী এবং শিশুদের পড়াশোনার সামগ্রী বিতরণ করা হয়। আর এই সম্পূর্ণ অনুষ্ঠান টি এই মন্দিরেরই ভিক্ষুদের সহযোগীতায় খুব সুন্দর ও সুনিপুণ ভাবে সম্পন্ন হয়।

লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলী আয়োজিত গতকালকের এই শিশুভিত্তিক কর্মশালায় উপস্থিত ছিলেন, লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর ক্লাব ডিরেক্টর এবং সাবেক লিও জেলা সচিব লায়ন বিদেশ বড়ুয়া, ক্লাব সভাপতি লিও নজরুল ইসলাম মামুন, ক্লাব সচিব লিও আল আমিন তালুকদার, ক্লাবের কোষাধ্যক্ষ লিও ডালিয়া বড়ুয়া। এছাড়াও আরো উপস্থিত ছিলেন— লিও সৈয়দ মুহান্মদ আলমগীর, লিও সতেজ বড়ুয়া, লিও প্রান্ত বড়ুয়া, লিও তানভীরুল ইসলাম, লিও ইভান পাল, লিও দীপ্ত বিশ্বাস, লিও তানভীর হোসাইন,লিও সাফায়েত রাব্বি, লিও আজাদ ইন্তিসার দুল্যক এবং লিও ইলিয়াস জনি।

গতকাল সারাদিন লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলী পরিবারের সদস্যরা এই শিশুদের সাথে গল্প করা, গান কিংবা কবিতা বলা আর মজা করায় মাতিয়ে রেখেছিলো এই ফুলগুলিকে। ওরাও ওদের কিছু ভালো বন্ধু পেয়ে যেনো মিশে গিয়েছিলো কর্ণফুলী পরিবারের সাথে। শিশুদের নিয়ে গতকাল লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলী র এই আয়োজন ছিলো যেনো, শিশুদের প্রতি তাদের এক রাশ অকৃত্রিম ভালোবাসার।

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

বাংলাদেশের প্রেক্ষাপটে আরপিএল: সম্ভাবনা ও গুরুত্ব

আরপিএল বর্তমান বিশ্বে দক্ষ মানবসম্পদ গঠনের জন্য প্রথাগত শিক্ষার পাশাপাশি...

কালীগঞ্জে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ

গাজীপুরের কালীগঞ্জে ঐতিহ্যবাহী ‘নরুন সরকারি উচ্চ বিদ্যালয়ে’ শিক্ষার মানোন্নয়নের...

দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন শফিক রেহমান

দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন বর্ষিয়ান সাংবাদিক শফিক রেহমান।...

বিয়ের কাজ সারলেন তালাত মাহমুদ রাফি

বিয়ে করেছেন সমন্বয়ক তালাত মাহমুদ রাফি। সোমবার (১৭ মার্চ)...

যুদ্ধ বন্ধে পুতিনের সাথে কথা বলবে ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আগামীকাল মঙ্গলবার রুশ...

সিআইডি প্রধান হলেন গাজী জসীম

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন...

দেশের মাটিতে পা রাখলেন হামজা চৌধুরী

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। দেশের মাটিতে পা রাখলেন...

পিরোজপুরে শিশু ধর্ষণের অভিযোগে পিতা-পুত্র আটক

পিরোজপুরের ইন্দুরকানীতে সপ্তম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে জোর করে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img