ইভান পাল
আজ ১০ই অক্টোবর, বুধবার লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর উদ্যোগে (লায়ন্স জেলা ৩১৫ বি~৪) চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন সোলতানিয়া আহমদ ছাফা সুন্নিয়া দাখিল মাদরাসা’তে বিশাল সেবামূলক কার্যক্রম সম্পন্ন হয়েছে।
সোলতানিয়া আহমদ ছাফা সুন্নিয়া দাখিল মাদরাসাটি বন্দরনগরী চট্টগ্রামের চরপাথরঘাটা এলাকায় অবস্থিত এবং কর্ণফুলী থানার অধীনে। তো, এই মাদ্রাসাটিতে লায়ন্স জেলা ৩১৫ বি ~ ৪ এর অধীনস্থ ক্লাব, লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী আজ এক বিশাল সেবামূলক কার্যক্রমের আয়োজন করে।
যেখানে ছিল— ডিটিই ক্যাম্প( চক্ষু শিবির), ডায়াবেটিস টেস্ট, ছেলে শিশুদের খৎনা সেবা প্রদান করা হয় এবং সবশেষে বৃক্ষরোপন কার্যক্রম সম্পন্ন করা হয়। আর এই সেবামূলক অনুষ্ঠানটিতে প্রায় পাঁচশ থেকে সাড়ে পাঁচশ মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে এ সেবা সমূহ প্রদান করা হয়।
সকাল ৮ টা থেকে শুরু হওয়া বর্ণাঢ্য এই সেবামূলক আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি~৪ এর মাননীয় জেলা গভর্নর লায়ন নাসির উদ্দীন চৌধুরী এমজেএফ। আরো উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি~৪ এর ২য় জেলা ভাইস গর্ভনর লায়ন ডা: সুকান্ত ভট্টার্চায্য এমজেএফ। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর প্রেসিডেন্ট লায়ন আব্দুর রহিম। উপস্থিত ছিলেন- লায়ন মোহাম্মদ মুসা( ক্লাব সেক্রেটারি), লায়ন জয়দেব চন্দ্র দাশ ( জয়েন সেক্রেটারি), লায়ন এ.কে.এম. শওকত হাসান খান, লায়ন মোহম্মদ আহসান, লায়ন মোসলেহ উদ্দীন আহম্মেদ অপু এমজেএফ, লায়ন কামরুজ্জামান লিটন, লায়ন একরামুল হক ভুইয়াঁ, লায়ন এম, এন সাফা।।
এছাড়াও এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন– লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলী’র ( স্পনসরড বাই লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী) জয়েন্ট সেক্রেটারি লিও সৈয়দ মুহাম্মদ আলমগীর, লিও ইভান পাল এবং লিও খালেদ মোশারফ।