ইভান পাল
আজ ১৯শে সেপ্টেম্বর, বুধবার আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাবের লায়ন্স জেলা ৩১৫ বি~৪ এর অধীনে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর অধীনস্থ ক্লাব লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলী ( লিও জেলা ৩১৫ বি~৪) এর উদ্যোগে বন্দরনগরী চট্টগ্রামের মোহরা এলাকার ওয়াসা রোডের পাশেই অবস্থিত ইউসেপ টেকনিক্যাল স্কুলে বৃক্ষরোপন এবং চক্ষু পরীক্ষা ( DTE) কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শরৎ এর আজকের সকাল টা ছিলো মেঘমুক্ত রৌদ্রকরোজ্জল।
তো, এই মেঘমুক্ত রৌদ্রকরোজ্জল আবহাওয়াতে বন্দরনগরী চট্টগ্রামের মোহরা এলাকার ওয়াসা রোডের পাশেই অবস্থিত ইউসেপ টেকনিক্যাল স্কুলে সকাল নয়টা থেকে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী’র ( লায়ন্স জেলা ৩১৫ বি~৪) অধীনস্থ ক্লাব লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর ( লিও জেলা ৩১৫ বি~৪) উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি এবং চক্ষু শিবির(ডিটিই ক্যাম্প) এর আয়োজন করা হয়েছে।
আর এতে প্রায় দুইশ’র ও বেশী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চক্ষু পরীক্ষা সেবা প্রদান করা হয়।
আবার সেই সাথে বর্তমানে যেহেতু বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ঘটছে। তাই, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সুরক্ষার কথা মাথায় রেখে ইউসেপ টেকনিক্যাল স্কুলটিতেই লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর উদ্যোগে বৃক্ষরোপন কার্যক্রমের ও আয়োজন করা হয়েছে। আবার সেই সাথে পরিবেশ সুরক্ষা এবং বৃক্ষরোপন সম্পর্কিত সচেতনতার জন্য এই স্কুল টির শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ এবং ঔষধি গাছের চারা রোপনের জন্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
আর এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন~~ লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর প্রেসিডেন্ট লায়ন আব্দুর রহিম, লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর এডভাইজর লায়ন আসেদা জালাল এমজেএফ, লায়ন নমিতা ঘোষ এবং লিও ক্লাব এডভাইজর লায়ন একরামুল হক ভুইয়াঁ।
এই সেবাধর্মী অনুষ্ঠান টিতে আরো উপস্থিত ছিলেন —- লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর প্রেসিডেন্ট লিও নজরুল ইসলাম মামুন, সেক্রেটারি লিও আল-আমিন তালুকদার, জয়েন্ট ট্রেজারার লিও সৈয়দ মুহান্মদ আলমগীর। এসময় আরো উপস্থিত ছিলেন — লিও তানভীর খান, লিও তুহিদুল ইসলাম, লিও ইভান পাল, লিও দীপ্ত বিশ্বাস, লিও মোহান্মদ তানভীর হোসাইন, লিও সাফায়াত রাব্বী, লিও সামিরা সেকান্দার, লিও আজাদ ইনতিসার দুল্যক এবং লিও খালেদ মোশারফ।