রাশেদুল ইসলাম
কম্যুনিটি সার্ভিসের অংশ হিসেবে প্রথমবারের মতো একটি অসহায় ও হতদরিদ্র পরিবারের গৃহনির্মাণের জন্য চেকপ্রদান করলো রোটার্যাক্ট আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর নবীনতম ও রোটারী ক্লাব অব চিটাগাং রিভার শাইনের স্পন্সরকৃত ক্লাব রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং রিভার শাইন।
বৃহস্পতিবার ১৯শে জুলাই বন্দরনগরীর আব্দুস সাত্তার লেইনের বাসিন্দা লেদু মিয়াকে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় গৃহনির্মাণের জন্য প্রয়োজনীয় চেকপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ১৫ নং সিটি কর্পোরেশন ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দিন। রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং রিভার শাইনের সভাপতি রোটার্যাক্টর সাজ্জাউল করিম শাওনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জাহাঙ্গীর কবির, রোটারী ক্লাব অব চিটাগাং রিভার শাইনের সভাপতি রোটারীয়ান সানিউল ইসলাম, উক্ত প্রজেক্ট’র প্রধান সমন্বয়ক,জোনাল সেক্রেটারী ও রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং রিভার শাইনের ভাইস প্রেসিডেন্ট রোটার্যাক্টর আইনুল কবির জিতু, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটার্যাক্টর ওয়াহেদ মুরাদ।
প্রধান অতিথির বক্তব্যে গিয়াস উদ্দিন রোটারী ইন্টারন্যাশনালের বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডের পাশাপাশি তরুণদের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ের সুবিধাবঞ্চিত মানুষদের কল্যাণকর কাজের ভূয়সী প্রসংশা করেন।
চেকপ্রদানের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আব্দুস সাত্তারের পুত্র সেকান্দার কবির, ফজল কবির এবং এলাকার বাসিন্দা মোহাম্মদ আব্বাস ও রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং রিভার শাইনের কম্যুনিটি সার্ভিস ডিরেক্টর রোটার্যাক্টর সানজিদা সুলতানা নিশি, রোটার্যাক্টর ইসমাইল, রোটার্যাক্টর মোঃ মুনিরুল ইসলাম এবং রোটার্যাক্টর প্রসেনজিৎ সেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,লেদু মিয়া উক্ত এলাকায় দীর্ঘদিন ধরে পরিবেশ সংরক্ষণ করে আসছিলেন। তারই স্বীকৃতিস্বরূপ তার ও তার পরিবারের গৃহনির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থের এই চেকপ্রদান করা হয়।