রাশেদুল ইসলাম :
আন্তর্জাতিক ব্যবসায়িক ও পেশাদারভিত্তিক সেবা সংগঠন রোটারী ইন্টারন্যাশনালের সহযোগী রোটার্যাক্ট আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর প্রথম ও রোটারী ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল’র স্পন্সরকৃত ক্লাব রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল টাউনের ২০১৮-১৯ রোটাবর্ষের কেবিনেট ঘোষণা করা হয়েছে।
রোটারী ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল’র ২০১৭-১৮ রোটাবর্ষের সভাপতি রোটারীয়ান এরশাদ চৌধুরী (এমপিএইচএফ),রোটারীয়ান পিপি জাহাঙ্গীর আলম জিম (পিএইচএফ),রোটারীয়ান পিপি ও আরসিসি মোহাম্মদ নাসির উদ্দিন (পিএইচএফ),রোটারীয়ান এডভোকেট শওকত আলী (পিএইচএফ),রোটারীয়ান এসএ শাহেদ,রোটারীয়ান মোঃ সাইফুল আলমসহ উক্ত ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দের উপস্থিতিতে রোটার্যাক্টর মুহাম্মদ ইব্রাহিম বকর চৌধুরী সভাপতি,রোটার্যাক্টর বজলুর রহমান সচিব ও রোটার্যাক্টর রাশেদুল ইসলামকে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করে ১৮ সদস্যের একটি পূর্ণাঙ্গ কেবিনেট ঘোষণা করা হয়।
উক্ত কেবিনেটে অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি পদে রোটার্যাক্টর আনিস আজাদ,রোটার্যাক্টর মোঃ ইকবাল হোসেন চৌধুরী,যুগ্ম সচিব পদে রোটার্যাক্টর মঈন উদ্দিন মামুন,রোটার্যাক্টর হাসান আলী,রোটার্যাক্টর পেয়ারুল ইসলাম,সহ কোষাধ্যক্ষ পদে রোটার্যাক্টর তানভীরুল ইসলাম,রোটার্যাক্টর মোঃ তানভীর হোসাইন,ক্লাব সার্ভিস পরিচালক পদে রোটার্যাক্টর মোঃ ইশতিয়াক হাসান চৌধুরী,প্রফেশনাল সার্ভিস পরিচালক পদে রোটার্যাক্টর ইভান পাল,ইন্টারন্যাশনাল সার্ভিস পরিচালক পদে রোটার্যাক্টর আসিফ আজাদ,কম্যুনিটি সার্ভিস পরিচালক পদে রোটার্যাক্টর মৃদুল ইসলাম,ফাইন্যান্স সার্ভিস পরিচালক পদে রোটার্যাক্টর নাফিজ ইমতিয়াজ,সম্পাদক পদে রোটার্যাক্টর দীপ্ত বিশ্বাস ও সার্জেন্ট-এট-আর্মস পদে রোটার্যাক্টর রওশন আক্তার হীরাকে নির্বাচিত করা হয়।
২০১৮-১৯ রোটাবর্ষের জন্য রোটার্যাক্ট আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর নবনির্বাচিত জেলা রোটার্যাক্টর প্রতিনিধি (ডিআরআর) রোটার্যাক্টর নাফিজুল আলমের নেতৃত্বে আগামী ১লা জুলাই ২০১৮ হতে পরবর্তী এক বছরের জন্য আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার নিতে যাওয়া উক্ত ক্লাবের ঘোষিত পঞ্চম এই কেবিনেট রোটারী আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্যকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।
উল্লেখ্য,বাংলাদেশে রোটার্যাক্ট আন্দোলনকে আরো সক্রিয় ও গতিশীল করার লক্ষ্যে ২০১৩-১৪ রোটাবর্ষে রোটার্যাক্ট আন্তর্জাতিক জেলা ৩২৮০ কে ভেঙ্গে নতুন দুইটি জেলা ৩২৮১ ও ৩২৮২ গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় কিছু তেজোদীপ্ত তরুণ রোটার্যাক্টরের নেতৃত্বে ২০১৪ সালের ৫ই সেপ্টেম্বর রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল টাউন ৩২৮২ জেলার অধীনে প্রথম তালিকাভুক্ত ক্লাব হিসেবে আত্মপ্রকাশ করে।