মোঃমেহেদী হাসানঃ
আজ ১৭-৪-২০১৮ রোজ মঙ্গলবার ময়মনসিংহের রুমডো ইনস্টিটিউট অব মডার্ন টেকনোলোজির, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০১৮ অনুষ্ঠিত হয় ।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেণ,রুমডো ইনস্টিটিউট অব মডার্ন টেকনোলোজির সম্মানিত প্রিন্সিপাল জনাব, এম.এ. হাসনাইন চৌধুরী, সি.সি জনাব, মাহবুবুর রহমান এবং হেড অব দ্যা ডিপার্টমেন্ট সিভিল জনাব, মাসুদ রানা, হেড অব দ্যা ডিপার্টমেন্ট টেক্সটাইল জনাব কামরুল ইসলাম এবং সকল শিক্ষক সন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।