তানযীল রশিদ
দৃষ্টি চট্টগ্রাম, দীর্ঘদিন যাবৎ বন্দরনগরী চট্টগ্রামে আলোর মশাল হাতে নিয়ে শিক্ষার্থীদের সৃজনশীল, সৃষ্টিশীল এবং মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিতর্ক, ছায়া জাতিসংঘ, বিজনেস আইডিয়া কন্টেস্টসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে দৃষ্টি চট্টগ্রাম প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিচ্ছে আলোর বার্তা। এরই ধারাবাহিকতায় বানিজ্যিক রাজধানী চট্টগ্রামে আজ পর্দা উঠলো বাংলাদেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিতর্ক প্রতিযোগিতা রবি দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ। স্কুল বিতর্কের ২৫তম এই আয়োজনে চট্টগ্রামের ৪২টি স্কুলের ৪৮টি, ১৪তম বিশ্ববিদ্যালয় বিতর্কে সারা দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের ৩২টি এবং ১ম কলেজ ইংরেজি বিতর্কে ১২টি কলেজসহ ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯২টি বিতর্ক দল অংশগ্রহন করছে। নগরীর থিয়েটার ইন্সটিটিউট উদ্বোধনী এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বকোণের ব্যবস্থাপনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, রবির কমিউনিকেশনস অ্যান্ড কর্পোরেট রেসপন্সিবিলিটি’র ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর, সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান ও চট্টগ্রাম সিটি করপোরেশনের শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি নাজমুল হক ডিউক।